নদীয়া: জগদ্ধাত্রী পুজোয় বিসর্জনের শেষ লগ্নে উত্তেজনা। কৃষ্ণনগরের অন্যতম জনপ্রিয় বাঘাডাঙ্গা বারোয়ারির ক্লাবের সঙ্গে পুলিশের সাময়িক ধস্তাধস্তি। স্থানীয় সূত্রে খবর, কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে আচমকাই দাঁড়িয়ে থাকা বেশ কিছু মানুষের সঙ্গে বচসা বেধে যায় বাঘাডাঙ্গা বারোয়ারি সঙ্গে আসা একদল যুবকের সঙ্গে। এরপরেই সাময়িকভাবে উত্তেজনা সৃষ্টি হয়।
আরও পড়ুন: বাড়ির সামনে তৃণমূল কর্মীকে খুন
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী। লাঠিচার্জ পর্যন্ত করা হয়। এরপরেই পোস্ট অফিস মোড় থেকে রাজবাড়ির উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয় বাঘাডাঙ্গা বারোয়ারিকে। তবে পোস্ট অফিস মোড় থেকে কোতোয়ালি থানা অতিক্রম করে এ ভি স্কুল মোড় অতিক্রম করার সময় পুনরায় বাগাডাঙ্গার তরফ থেকে পুলিশের দিকে লক্ষ্য করে ছোড়া হয় জলের বোতল। এরপর পুনরায় পুলিশ লাঠিচার্জ করে বলে জানা যায়।
দেখুন আরও খবর: