৭৫ তম বর্ষে দেশ জুড়ে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। আর এই স্বাধীনতা দিবসে তবলায় জাতীয় সঙ্গীত বাজিয়ে ভাইরাল সোশ্যাল মিডিয়ায় মহিলা তবলচি রত্নশ্রী আইয়ার। একই সঙ্গে ৮ টা তবলা বাজিয়ে দর্শকদের মন কেড়েছেন ইনি। তবলার তালে স্বাধীনতা দিবসে উঠে এসেছে জাতীয় সংগীত। তাঁর এই প্রতিভাকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।
আরও পড়ুন দেশ ছেড়ে পালিয়ে গেলেন আফগান প্রেসিডেন্ট আশরফ ঘানি, আসরে হামিদ কারজাই
রত্নশ্রী আইআর কেরলের প্রথম মহিলা তবলচি। তামিলের এক ব্রাহ্মণ শহরে জন্মগ্রহণ করা এই মহিলা দীর্ঘ ২৫ বছর বিভিন্ন বাদ্যযন্ত্রের ব্যবহার শিখেছেন। কেরলে প্রথম একজন ব্যক্তি যিনি প্রথম স্নাতকোত্তর পরীক্ষায় পাস করেন তবলায়। এরপর তবলায় মাস্টার্স করার জন্য তিনি কোলাপুরে গিয়ে শিবাজী ইউনিভার্সিটি থেকে ওস্তাদ রিয়াজ খানের সান্নিধ্যে শুরু করেন চর্চা। এমনকি বিশেষ প্রশিক্ষণের জন্য পন্ডিত অরবিন্দ মুলগাওনকার এবং ওস্তাদ ফাইয়াজ খানের কাছে দিল্লি ঘরানায় তবলা প্রশিক্ষণও নেন।
https://twitter.com/Aparna/status/1426852226761297923?s=20
আরও পড়ুন মেধার বিচারে দেশে সেরার তালিকায় কলকাতা বিশ্ববিদ্যালয়, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
স্বাধীনতা দিবসের দিন এই ভিডিওতে স্পষ্ট তাঁর তবলা বাজানোর দক্ষতা। দুই হাতে একসঙ্গে মোট আটটি তবলা বাজিয়ে সুর তুলেছেন জাতীয় সংগীতের। যা দেশবাসীর মনে সহজেই দাগ কেটেছে। কারণ একসঙ্গে ৮ টি তবলা বাজানো সাধারণ ভাবে খুব একটা সহজ বিষয় নয়। তবে এই বিষয়টিকে সহজভাবেই দর্শকদের মনোরঞ্জনের জন্য তুলে ধরেছেন রত্নশ্রী আইয়ার।যা পোস্ট হতেই মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন ইন্ডোর প্ল্যন্টের সুস্বাথ্য ও সৌন্দর্য্য বজায় রাখতে মেনে চলুন এই নিয়ম
স্বাধীনতা দিবসের দিন সঙ্গীত অনুরাগীদের কাছে এই ভিডিও পৌঁছে যাওয়ায় বেশ খুশি দর্শকরাও। কারণ স্বাধীনতা দিবস বলে নয় জাতীয় সংগীত দেশবাসীর কাছে সব সময়য়ই আবেগের। এত সুন্দর করে জাতীয় সঙ্গীতকে তবলার মাধ্যমে তুলে ধরায় খুশি তাঁর দর্শকেরা।