কলকাতা: মা উড়ালপুলে (Maa Flyover) মর্মান্তিক দুর্ঘটনায় দুই বাইক আরোহীর মৃত্যুর ঘটনায় অতি সক্রিয় লালবাজার (Lal Bazar)। উড়ালপুলের প্রতিটি মোড়, অর্থাৎ গাড়ি বাঁক নেওয়ার সময় সাইডে রেলিং বেষ্টনী (Relling Barrier)।
বসানোর জন্য সংশ্লিষ্ট দফতরের কাছে প্রস্তাব পাঠানোর কাজ চলছে। সেতুর উপরদিকে নির্দেশিকা ঠিকমতো বোঝার জন্য সেই জায়গা আরও বাড়িয়ে চলছে সাইন বোর্ড লাগানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
আরও পড়ুন: মহাকুম্ভকে আন্তর্জাতিক পর্যটনে নিয়ে যেতে ‘ডোম সিটি’ গড়ছে যোগী সরকার
ইতিমধ্যেই পুলিশ কমিশনার ট্রাফিক বিভাগকে নির্দেশ পাঠিয়ে বলে জানা গেছে।
মা উড়ালপুলে দুর্ঘটনা কোনও নতুন ঘটনা নয়। বেপরোয়া গতিতে বাইক চালিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বেঘোরে প্রাণ যায়।
আজ সকালেই এই মর্মান্তিক দুর্ঘটনা প্রাণ কেড়ে নিয়েছে দুই তরতাজা যুবকের। সকালের প্রাতঃভ্রমণ সেরে বাড়ি ফেরার পথে চিংড়িঘাটা (Chingrighata) থেকে সায়েন্স সিটির (Science City) দিকে যাওয়ার সময় তীব্র গতিতে এসে ডিভাইডারে ধাক্কা মারে বাইকটি। ছিটকে নিচে পড়ে যান দুজনেই। মৃত্যু হয় দানিস আলম (১৮) ও আনিস রানা (১৯) নামে দুই যুবকের।
দেখুন অন্য খবর: