কলকাতা: জাল পাসপোর্ট (Fake Passport) রুখতে কড়া অবস্থান নিতে চলেছে রাজ্য সরকার (State Government)। প্রতিবেশী দেশের পরিস্থিতিতে সারা দেশজুড়ে নকল বা জাল পাসপোর্টের রমরমা বাড়ছে।
রাজ্যের লাগোয়া সীমান্ত হওয়ায় বেশি সমস্যায় পড়ছে এই রাজ্য। এরকম পরিস্থিতিতে নকল পাসপোর্টের রমরমা রুখতে নতুন অ্যাপ (AAP) আনতে চলেছে রাজ্য সরকার।
এই অ্যাপের মাধ্যমেই পাসপোর্ট আবেদনকারির যাবতীয় নথি অনলাইনে যাচাই করা হবে বলে সূত্র খবর। যাচাই হয়ে যাওয়ার পর একজন পুলিশ কর্মী পাসপোর্ট আবেদনকারীর বাড়িতে গিয়ে সকল তথ্য যাচাই করে সেই পুলিশ নিজের ও আবেদনকারির ছবি ওই অ্যাপে আপলোড করবেন।
আরও পড়ুন-রাত থেকেই বদলাবে আবহাওয়া, জানুয়ারিতে পারদ পতনের পূর্বাভাস
এর থেকেই পরবর্তীকালে খুব সহজেই বোঝা যাবে সংশ্লিষ্ট আবেদীনকারীর পাসপোর্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে কোন পুলিশকর্মী যুক্ত ছিলেন।
এছাড়াও পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে জাল আধার কার্ড ব্যবহার করা হচ্ছে কিনা তাও ওই অ্যাপের মাধ্যমে পরীক্ষা করে দেখা হবে।
ইতিমধ্যে এবিষয়ে আধার কর্তৃপক্ষের সঙ্গেও চুক্তি করা হয়েছে বলে সূত্র খবর। আবেদনকারীর আধার খতিয়ে দেখার জন্য ঐ অ্যাপের মাধ্যমে আধার স্ক্যান করা হলেই বোঝা যাবে সংশ্লিষ্ট আবেদনকারীর আধার কার্ডটি আসল নাকি নকল। ওই অ্যাপ ব্যবহার করে ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরিতে লাগাম টানা যাবে বলে আধিকারিক রা আশাবাদী।
প্রসঙ্গত, কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা ইতিমধ্যে পাসপোর্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে কোথায় কোথায় গাফিলতি রয়েছে তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। পাসপোর্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে কী কী গাইডলাইন মানতে হবে সে বিশেষ নির্দেশিকা জারি করেছেন।
দেখুন অন্য খবর-