ওয়েব ডেস্ক: পূর্ণশক্তি নিয়ে বোলিং করলেন মহম্মদ শামি (Mohammad Shami)। মঙ্গলবার নেট প্র্যাকটিসে দেখা গেল পুরনো শামির ঝলক, উড়িয়ে দিলেন মিডল স্টাম্প। এদিন বিকেল পাঁচটা নাগাদ নিজেই একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন শামি। তার ক্যাপশনে লিখেছেন, “প্রিসিশন, পেস অ্যান্ড প্যাশন, অল সেট টু টেক অন দ্য ওয়ার্ল্ড।” অর্থাৎ, নির্ভুল লাইন-লেন্থ, গতি আর আবেগ নিয়ে দুনিয়ার বিরুদ্ধে লড়তে তৈরি।
আগামী ৯ জানুয়ারি হরিয়ানার (Haryana) বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফির (Vijay Hazare Trophy) কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলা (Bengal)। সেই ম্যাচের প্রস্তুতি নিতেই নেটে বোলিং করছেন ডানহাত পেসার। বিশ্বকাপ ফাইনালের পরে গোড়ালির চোটে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। বাংলার হয়ে রঞ্জিতে প্রত্যাবর্তন ঘটে তাঁর। এরপর সৈয়দ মুস্তাক আলিতেও খেলেছেন।
আরও পড়ুন: ইস্টবেঙ্গলে সই করলেন ভেনিজুয়েলার ফরোয়ার্ড
  ,
Precision, Pace, and Passion, All Set to Take on the World! ?? #Shami #TeamIndia pic.twitter.com/gIEfJidChX
— ???????? ????? (@MdShami11) January 7, 2025
অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border-Gavaskar Trophy) সুযোগ হয়নি শামির। তা নিয়ে উত্তাল হয়েছে ভারতীয় ক্রিকেট। সাধারণ সমর্থক অনুরাগীরা তো বটেই, বিশেষজ্ঞেরাও বলেছেন, অস্ট্রেলিয়া সফরে শামিকে দলে রাখা উচিত ছিল। অন্তত শেষের দিকে এক-দুটি টেস্টে খেলানো যেতে পারত তাঁকে।
যেমন রবি শাস্ত্রী (Ravi Shastri)। অস্ট্রেলিয়ার কাছে ভারতের ১-৩ সিরিজ হারের পর তিনি বলেন, “সত্যি বলতে, মহম্মদ শামির কী অবস্থা তা নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ নিয়ে আমি অবাক। তাঁর সুস্থ হয়ে ওঠা কোন পর্যায়ে আছে? ও এনসিএ-তে বসে আছে কতদিন হল জানি না। ওর এখন কী অবস্থা তার সঠিক তথ্য আসছে না কেন? ওর মতো দক্ষতার খেলোয়াড়কে আমি অস্ট্রেলিয়ায় নিয়ে যেতাম। ওকে দলের সঙ্গেই রাখতাম এবং দলের সঙ্গেই রিহ্যাব করাতাম।”
দেখুন অন্য খবর: