Placeholder canvas

Placeholder canvas
Homeদেশসুনন্দা পুষ্কর মৃত্যু মামলায় বেকসুর খালাস শশী থারুর

সুনন্দা পুষ্কর মৃত্যু মামলায় বেকসুর খালাস শশী থারুর

Follow Us :

নয়াদিল্লি: স্ত্রীর মৃত্যু মামলা থেকে অব্যাহতি পেলেন কংগ্রেস সাংসদ শশী থারুর৷ বুধবার দিল্লির এক আদালত সুনন্দা পুষ্কর মৃত্যু মামলায় শশী থারুরকে বেকসুর খালাস করে দেয়৷ এই মামলায় এতদিন জামিনে মুক্ত ছিলেন তিরুঅনন্তপুরমের সাংসদ৷

আরও পড়ুন: অপুষ্টির বিরুদ্ধে লড়াইয়ে অলিম্পিয়ানদের সাহায্য চাইলেন মোদি

২০১৪ সালের জানুয়ারি মাসে দিল্লির এক অভিজাত হোটেল থেকে উদ্ধার হয়েছিল সুনন্দা পুষ্করের দেহ৷ ময়না তদন্তের পর জানা যায়, বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে তাঁর৷ ৫২ বছর বয়সী সুনন্দা আত্মহত্যা করেছিলেন নাকি তাঁকে খুন করা হয়েছিল তা জানতে শুরু হয় তদন্ত৷ অবশেষে চার্জশিটে পুলিশ জানায়, আত্মহত্যা করেছেন সুনন্দা৷ তবে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছিলেন শশী থারুর৷ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮(এ) এবং ৩০৬ ধারায় মামলা রুজু করা হয়েছিল৷

আরও পড়ুন:  ইতিহাস গড়ে দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি হতে চলেছেন বি ভি নাগারত্না

যদিও আদালতে পুলিশ শশী থারুরের বিরুদ্ধে জোরাল তথ্যপ্রমাণ পেশ করতে পারেনি৷ তাই এই মামলা থেকে শশী থারুরকে মুক্তি দেয় আদালত৷ জানান, সাড়ে সাত বছরের অত্যাচারের হাত থেকে মুক্তি মিলল৷

RELATED ARTICLES

Most Popular