Friday, August 22, 2025
HomeScrollকেউ B.Tech, কেউ M.Tech! কলকাতায় ধৃত অস্ত্রসহ বহিরাগত দুষ্কৃতীরা

কেউ B.Tech, কেউ M.Tech! কলকাতায় ধৃত অস্ত্রসহ বহিরাগত দুষ্কৃতীরা

কলকাতা: শহরে অস্ত্র উদ্ধারের ঘটনায় উত্তরপ্রদেশ যোগ। শিয়ালদহ (Sealdah) এলাকা থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ (Kolkata Police)। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। এ বিষয়ে জয়েন্ট সিপি ক্রাইম রুপেশ কুমার জানিয়েছেন, ধৃত পাঁচ জন শিব শঙ্কর যাদব, রাহল যাদব, আদিত্য মৌর্য্য, দেবাং গুপ্তা এবং রুকেশ সাহানি। এরা প্রত্যেকেই উত্তরপ্রদেশের বাসিন্দা। প্রত্যেকেরই বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। রুকেশই এই দুষ্কৃতীদলের মাথা বলে সন্দেহ করছেন তদন্তকারীরা। ২দিন আগে তারা কলকাতায় আসে। পাঁচ জনই উচ্চশিক্ষিত। কেউ আইটিআই আবার কেউ বিটেক নিয়ে পড়াশোনা করেছেন। অস্ত্র উদ্ধার সংক্রান্ত কোনও সংগতিপূর্ণ তথ্য তারা দিতে পারেনি বলে জানিয়েছে পুলিশ। ধৃত পাঁচ দুষ্কৃতীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর লালবাজার থেকে এ কথা জানানো হয়েছে।

দেখুন ভিডিও

Read More

Latest News