Saturday, August 30, 2025
HomeScrollসমুদ্র সৈকতে একান্তে দেব-রুক্মিনী

সমুদ্র সৈকতে একান্তে দেব-রুক্মিনী

কলকাতা:  টলিউডের পাওয়ার কাপল দেব-রুক্মিনী (Dev-Rukmini)। একসঙ্গে ছবি পোস্ট করতে সাধারণত একদম দেখা যায় না। কিন্তু তাদের ছবি দেখে নেটিজেনরা দুয়ে দুয়ে চার করে নেয়। বর্তমানেও ছুটি কাটাচ্ছেন জুটি। ব্যস্ত সময় থেকেই কিছুটা সময় বের করে একে অপরের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে সমুদ্র সৈকতকে বেছে নিয়েছেন। এবারও সমুদ্র সৈকতে দোলনায় দুলতে দেখা গেল দেবকে। তাহলে সঙ্গে কি রুক্মিণী? শুরু সেই পুরনো জল্পনা।

দেব-রক্মিনী মাধ্যে মধ্যেই তারকা জুটিকে ছুটি কাটাতে দেখা যায়। দুজন বেরিয়ে পড়েন নিজেদের মতো সময় কাটাতে। যদিও কখনই তাঁদের একসঙ্গে ছবি পোস্ট করতে দেখা যায় না তাদের। আদালা আলাদ ছবি পোস্ট করেন। এবার সমুদ্র সৈকত থেকে ভ্যাকেশান মুডের ছবি পোস্ট করলেন দেব। এবার সমুদ্র সৈকত থেকেই নানা মুহূর্ত লেন্সবন্দি করেছেন দুজনেই, সেটা নিজেদের সোশ্যাল পেজে শেয়ার করছেন তাঁরা।  ছবিতে দেখা যাচ্ছে সমুদ্র সৈকতে গাছের ছায়ায় থাকা একটি দোলনায় বসে ডুকছেন তিনি। সামনে দিগন্ত বিস্তৃত নীল সমুদ্র। এই ছবিটি পোস্ট করে তিনি লেখেন, ‘এমনি।’ শুধু তাই নয়, এই ছবির সঙ্গে জুড়ে দেন জানে মন তুই জীবন গানটি। অন্যদিকে রুক্মিণী মৈত্র একটি ঘরে বসেই বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। লেখেন, ‘লুকোচুরি।’ কোথায় বেড়াতে গিয়েছেন তা দুজনের কেউ জানাননি। তবে তাঁদের অনুরাগীদের অনুমান মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন তাঁরা।

 

View this post on Instagram

 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

 আরও পড়ুন: সুন্দর হাসি, নজড়কাড়া স্টাইলে ধরা দিলেন রশ্মিকা

 

View this post on Instagram

 

A post shared by RUKMINI MAITRA ? (@rukminimaitra)

অন্য খবর দেখুন

 

Read More

Latest News