Friday, August 22, 2025
HomeScroll'খেলব হোলি, রং দেব না...', দোলে রঙিন তারকারা

‘খেলব হোলি, রং দেব না…’, দোলে রঙিন তারকারা

কলকাতা: ‘খেলব হোলি, রং দেব না…’, রঙে রঙে রঙিন টলিপাড়ার তারকারা। রঙের উৎসবে কম বেশি সামিল হন সকলেই। শুক্রবার দোল উদযাপনে মেতেছেন টলিউড সেলেবরা। কেউ জুটিতে তো পরিবারের সঙ্গে তো কেউ বন্ধুদের সঙ্গে আবিরে রঙে নিজেদের রাঙিয়ে তুলেছেন তারকারা। দোলের দিন রং মেখে রঙিন ছবি দিয়ে শুভেচ্ছা জানালেন মধুমিতা সরকার।

হোলিতে মেতেছেন যশ-নুসরত। দোলে একে-অপরের সঙ্গে মাতলেন। নুসরত পরেছেন সাদা কুর্তি। অন্যদিকে যশ পরেছেন সাদা টি-শার্ট। তবে সঙ্গে দেখা গেল না তাঁদের সন্তান জিশানকে।


টলিউড সুপারস্টার দেব (Dev) ও রুক্মিণী মৈত্র (Rukmini Maitra ) দোল উদযাপন করেছেন পরিবারের সঙ্গে। ইনস্টা পেজে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন অভিনেতা- প্রযোজক তথা সাংসদ।

আরও পড়ুন: প্রবীণের দরজায় পা দিয়ে নতুন প্রেমের ঘোষণা আমির খানের

টলিপাড়ার পাওয়ার কাপল অঙ্কুশ হাজরা (Ankush hazra) ও ঐন্দ্রিলা সেন (Oindrila Sen) রঙের উৎসব উদযাপন করলেন একে অপরকে রং লাগিয়ে। এদিন রঙ খেলার জন্য দু’জনেই বেছে নিয়েছেন সাদা পোশাক।

দোল উদযাপন করলেন গৌরব চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমার। গৌরব পরেছেন সাদা কুর্তা এবং দেবলীনা দোলের জন্য বেছেছেন প্যাস্টেল শেডসের শাড়ি।

অনুপম রায় (Anupam Roy) ও প্রস্মিতা পাল রঙের উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন। সম্ভবত কোনও ট্রিপে গিয়ে এই ছবিটি লেন্সবন্দি করেছিলেন জুটি।

গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষ সকলকে দোলের শুভেচ্ছা জানিয়েছেন এদিন।

মিমি চক্রবর্তী (Mimi Chakraborty ) টলিপাড়ার হইহট্টগোলের পার্টিতে তাঁকে দেখা যায় না। এবার দোলে বাড়িতে রাধামাধবের পুজোর পাশাপাশি মা-বাবা এবং দুই পোষ্য সন্তানের সঙ্গে উৎসবে মাতলেন মিমি।

বনি-কৌশানী রঙের উৎসবে ‘জামাল কুদু’ গানে তুমুল নাচলেন।

অপরাজিতা আঢ্য শুক্রবার রাধাকৃষ্ণের পায়ে আবির ছুইঁয়ে দোলে মেতে উঠতে

Read More

Latest News