Friday, August 22, 2025
HomeScrollকবে মুক্তি পাবে সলমানের 'সিকন্দর'

কবে মুক্তি পাবে সলমানের ‘সিকন্দর’

কলকাতা: চলতি বছরে ইদেই মুক্তি পাওয়ার কথা ছিল সালমান খানের (Salman Khan) নতুন অ্যাকশন-থ্রিলার ছবি ‘সিকান্দার’। কিন্তু কয়েকদিন আগেই ছবির শ্যুটিং শেষ হয়েছে। মুক্তির তারিখ নিয়ে মানুষ অনেক দিন ধরেই বিভ্রান্তি ছড়িয়ে ছিল। এবার মুক্তি সঠিক দিনক্ষণ ঘোষণা হল। অবশেষে সোশ্যাল মিডিয়ার সিনেমা মুক্তির তারিখ ঘোষণা করলেন ভাইজান নিজেই। ‘সিকান্দার’ (Sikandar) চলতি বছরের হিন্দি সিনেমার বাজারে অন্যতম বড় মুক্তিপ্রাপ্ত ছবিগুলির মধ্যে একটি বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: এবার বলিউডে নুসরত!

সিকান্দার’ মুক্তির আর মাত্র ২ সপ্তাহ বাকি। এআর মুরুগাদোস পরিচালিত ‘সিকান্দার’ ছবির নির্মাতারা পক্ষ থেকে জানিয়েছেন চলতি বছরে ইদে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। মানুষের মনে এই প্রশ্ন ছিল যে ছবিটি কোন দিনে মুক্তি পাবে – ২৮, ২৯, ৩০, নাকি ৩১ মার্চ। ‘সিকান্দার’ উপস্থাপনের চূড়ান্ত তারিখ প্রকাশ করেছেন। ৩০শে মার্চ, রবিবার মুক্তি পাবে। বিদেশের মাটিতে ৩০ মার্চের জন্য অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে।মুক্তির আগেই এই ছবিটি ১৬৫ কোটি টাকা ইতিমধ্যেই আয় করেছে। সূত্রের খবর, ‘সিকন্দর’ সিনেমা হল-এ মুক্তির পর নেটফ্লিক্সে মুক্তি পেতে পারে। যে ছবির জন্য প্রায় ৮৫ কোটি টাকার চুক্তি হয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Salman Khan (@beingsalmankhan)

 অন্য খবর দেখুন

Read More

Latest News