Friday, October 10, 2025
Homeবোলপুর থানার IC-কে কদর্যভাষায় হুমকি কেষ্টর

বোলপুর থানার IC-কে কদর্যভাষায় হুমকি কেষ্টর

বীরভূম: বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বিরুদ্ধে। শুক্রবার বীরভূমের কোর কমিটির সদস্য তথা প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। সেই অডিও ক্লিপ ভাইরাল হতেই তোলপাড় রাজ্য রাজনীতিতে। সেই ভাষা এতটাই কদর্য যে তার ভাষা মুখো আনার মতো নয়। গ্রেফতারের দাবিতে পুলিশ সুপারের অফিস চত্বরে ধুন্ধুমার। এমনকি বিক্ষোভ সরাতে বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিও হয় পুলিশের।

বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ। এমনকি তার মা ও স্ত্রীকে নিয়েও নোংরা মন্তব্য অনুব্রত মন্ডলের। এমনকি, আইসিকে কাজলের লোক বলতেও শোনা যায় সেই ক্লিপ। তবে সমাজমাধ্যমে সুকান্তর তুলে ধরা এই রেকর্ডিং নিয়ে মুখ খুলেছে বোলপুর থানা। তার অভিযোগের ভিত্তিতে একটি কল রেকর্ডিংও (যার সত্য়তা যাচাই করেনি (কলকাতা টিভি অনলাইন) তুলে ধরে তিনি। সুকান্তর দাবি, ‘বীরভূমের ছাল ছাড়ানো বাঘের মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি হয়। তিনি একজন পুলিশ আধিকারিকের সঙ্গে ঠিক কি ভাষায় কথা বলছেন!’

আরও পড়ুন: ৯ বছর পর এসএসসি নিয়োগে বিজ্ঞপ্তি, কী কী বদল?

সেই ঘটনার প্রতিবাদে এদিন পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও কর্মসূচি বিজেপির। এমনকি পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে বৈদ্যুতিক খুঁটিতে থাকা অনুব্রত মণ্ডলের ছবি জুতোপেটা করলেন বিজেপি কর্মীরা। এমনকি এদিন পুলিশ সুপারের দফতরের সামনে থেকে বিক্ষোভ সরাতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপির নেতা ও কর্মীদের। পরে পুলিশ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে শত প্রণোদিত মামলা হওয়ার কথা বিজেপি কর্মীদের জানালে তারপরে পুলিশ সুপারের অফিস চত্বর থেকে ওঠে বিক্ষোভ। সব মিলিয়ে এদিন ধুন্ধুমার পুলিশ সুপারের অফিস চত্বরে। এবার অনুব্রত মণ্ডল কে ক্ষমা চাওয়ার জন্য নির্দেশ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের । ইতিমধ্যেই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে ফেসবুক পেজ সেখান থেকে অনুব্রত মণ্ডলের মন্তব্যকে অপমানজনক অগ্রহণযোগ্য এবং অশ্রাব্য বলা হয়েছে। এবং এই ঘটনার তীব্র নিন্দাও জানানো হয়েছে তাদের অফিসিয়াল পেজ থেকে । আগামী চার ঘণ্টার মধ্যে তাকে ক্ষমা চাইতে বলা হয়েছে অন্যথা তার বিরুদ্ধে শোকজ নোটিশ বের করার হুশিয়ারিও দেওয়া হয়েছে।

অন্য খবর দেখুন

Read More

Latest News