Saturday, September 13, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeমুখোমুখি ভারতের টি২০ এবং টেস্ট অধিনায়ক

মুখোমুখি ভারতের টি২০ এবং টেস্ট অধিনায়ক

স্পোর্টস ডেস্ক: ৯ বছর পর আইপিএলের (IPL 2025) ফাইনালে উঠেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। তাদের কাছে হেরে গিয়ে অপেক্ষা করছে পাঞ্জাব কিংস (PBKS)। বৃহস্পতিবার গুজরাট টাইটান্স (GT) এবং মুম্বই ইন্ডিয়ান্সের (MI) মধ্যে যে দল হেরে যাবে, তাদের সঙ্গে কার্যত সেমিফাইনাল খেলবে শ্রেয়স আইয়ারের পাঞ্জাব। তবে এখন ফোকাস গুজরাট বনাম মুম্বই ম্যাচের উপর।

শুভমান গিল (Subhman Gill) এবং সূর্যকুমার যাদব (Surya Kumar Yadav), কারওরই দলের কোনও দ্বিতীয় সুযোগ নেই। এলিমিনেটর মানেই যে হারবে তার বিদায়। গুজরাটের ব্যাটিং লাইন আপ প্রথম তিনজন— শুভমান গিল, সাই সুদর্শন এবং জস বাটলারের উপর নির্ভরশীল। তবে এই তিনজন ব্যর্থ হলে খেলে দিয়েছেন শারফেন রাদারফোর্ড এবং শাহরুখ খান। একটা সময় তুরীয় মেজাজে এগোচ্ছিল এই দল, কিন্তু আচমকা বিরতি তাদের ফর্ম ঘেঁটে দিয়েছে। তবে শেষ পর্যন্ত তৃতীয় স্থানে শেষ করে প্লে-অফের যোগ্যতা অর্জন করেছে তারা।

আরও পড়ুন: লিভারপুলের তারকা ডিফেন্ডারকে তুলে নিল রিয়াল মাদ্রিদ

এদিকে মুম্বই বুঝিয়ে দিয়েছে, কেন তারা পাঁচবারের চ্যাম্পিয়ন। টুর্নামেন্টের শুরুতে যাদের বিধ্বস্ত দেখাচ্ছিল, তারাই পরপর ম্যাচ জিতে প্লে অফে ঠাঁই পেয়েছে। হঠাৎ করেই ফর্মে চলে এসেছেন সূর্যকুমার যাদব। সূর্য ভারতের টি২০ অধিনায়ক আর শুভমান সদ্য টেস্ট দলের অধিনায়ক হয়েছেন। কার ব্যাট আজ কথা বলবে সেটাই দেখার।

দেখুন অন্য খবর:

Read More

Latest News