Friday, September 19, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeচাকরির নামে প্রতারণার অভিযোগ, শিলিগুড়ির তিন জায়গায় হানা ইডি-র

চাকরির নামে প্রতারণার অভিযোগ, শিলিগুড়ির তিন জায়গায় হানা ইডি-র

শিলিগুড়ি: মঙ্গলবার সকাল থেকে শিলিগুড়ি (Siliguri) শহরের তিন জায়গায় অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (Enforcement Directorate) । সূত্রের খবর, শিলিগুড়ি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের মহারাজা কলোনি এবং ৫ নম্বর ওয়ার্ডের নতুন পাড়ার দুটি বাড়িতে তল্লাশি চালানো হয়। ইডি সূত্রে খবর, চাকরি দেওয়ার নামে বিপুল পরিমাণে টাকা নেওয়া হত সাধারণ মানুষের থেকে। খবর পেয়েই মঙ্গলবার সাতসকালে হানা দেয় ইডি আধিকারিকরা (Enforcement Directorate)। ইতিমধ্যেই বাড়ি ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী।

অভিযোগ, বিদেশে চাকরি দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা নেওয়া হয়েছিল। সেই টাকার পরিমাণ প্রায় ৫০ কোটি টাকা বলে অনুমান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate)। হাওলার মাধ্যমে এই টাকা অভিযুক্তদের কাছে পৌঁছেছিল বলে তদন্তকারীদের প্রাথমিক অনুমান। এই ঘটনার সঙ্গে যুক্ত একটি ব্যবসায়ী পরিবার ইডি-র নজরে এসেছে। প্রতারণার অভিযোগে তাঁদের বাড়িতেও অভিযান চালানো হয়। অভিযোগ, চাকরির নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছিল বহু মানুষের কাছ থেকে। সূত্রের খবর, যাদের বাড়িতে তল্লাশি চালানো হয়, তাদের দিল্লির বেশ কিছু সংস্থার সঙ্গে যোগাযোগ রয়েছে।

আরও পড়ুন: খড়দহ ও কামারহাটি থানার যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

সাতসকালে ইডির হানায় রীতিমতো চাঞ্চল্য এলাকায়। এই ঘটনার পিছনে কোন বড় চক্র কাজ করছে, এখন তারই খোঁজ চালাচ্ছে তদন্তকারী আধিকারিকরা। এর আগেও প্রতারণার চক্র বারবার ফাঁস হয়েছে, তারপরও বদল নেই সেই ছবির।

দেখুন অন্য খবর

Read More

Latest News