Sunday, October 5, 2025
spot_img
Homeজলপাইগুড়ি-শিয়ালদহ সরাসরি ট্রেন, কবে থেকে যাত্রা শুরু?

জলপাইগুড়ি-শিয়ালদহ সরাসরি ট্রেন, কবে থেকে যাত্রা শুরু?

ওয়েব ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে জলপাইগুড়ি- শিয়ালদহ (jalpaiguri- sealdah) ট্রেন চালু হচ্ছে। জানা গিয়েছে, ১৪ জুন জলপাইগুড়ি রোড (jalpaiguri road) স্টেশন থেকে এই নয়া যাত্রা শুরু হতে চলেছে।

প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি রেলবোর্ড (rail board) থেকে উত্তর-পূর্ব সীমান্ত রেল এবং ইস্টার্ন রেলের (eastern rail) জেনারেল ম্যানেজারকে (general manager) নির্দেশ দেওয়া হয়েছিল শিয়ালদহ-জলপাইগুড়ি রোড স্টেশনের মধ্যে একটি নতুন ট্রেন চালু করতে। তারপরই এবার যাত্রীদের সুবিধার্থে ট্রেন চালুর সিদ্ধান্ত।

আরও পড়ুন: ফেস্টিভ মুডে সেজে উঠেছে দার্জিলিং! কতদিন চলবে ‘সামার ফেস্টিভাল’?

উত্তরবঙ্গ টু দক্ষিণবঙ্গের একাধিক ট্রেন থাকলেও প্রায়শই মেলে না টিকিট। যার জেরে যাত্রীদের ভোগান্তি কম নয়। তবে এনজেপি, শিলিগুড়ি জংশন থেকে শিয়ালদহ-র ট্রেন থাকলেও জলপাইগুড়ি রোজ থেকে কোনও ট্রেনই ছিল না। যার জেরে যাত্রীদের একাধিক অভিযোগও ছিল। তবে এবার যাত্রীদের সুদিন আসছে।

জানা গিয়েছে, ১৪ জুন বিকেল ৫ টা নাগাদ জলপাইগুড়ি রোড স্টেশনে একটি অনুষ্ঠান হবে। তারপর রাত ৮ টা ৩০ মিনিটে ট্রেনটি যাত্রা শুরু করবে।

দেখুন অন্য খবর

Read More

Latest News