Sunday, September 14, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeবিমান দুর্ঘটনার প্রকৃত কারণ কী? বিরাট মন্তব্য অরূপ রাহার

বিমান দুর্ঘটনার প্রকৃত কারণ কী? বিরাট মন্তব্য অরূপ রাহার

ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার দুপুরে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করার কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার ১৭১ নম্বর বিমানটি (Ahmedabad Plane Crash)। ২৪২ জন আরোহীর মধ্যে ২৪১ জনের মৃত্যু হয়েছে। একজন আশ্চর্যজনকভাবে প্রাণে বেঁচে গিয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনার পর অনেকেই এর কারণ জানতে স্বচ্ছ তদন্ত দাবি করছেন। ইতিমধ্যে উদ্ধার হয়েছে বোয়িং কোম্পানির তৈরি এই বিমানের ব্ল্যাক বক্স (Black Box)। সেখান থেকে কী কী তথ্য পাওয়া যায়, সেদিকেই তাকিয়ে গোটা দেশ।

এর মধ্যেই বিমান দুর্ঘটনার সম্ভাব্য কারণ নিয়ে মুখ খুললেন প্রাক্তন চিফ অফ এয়ার স্টাফ অরূপ রাহা (Arup Raha)। সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই দুর্ঘটনার নেপথ্যে এয়ার ইন্ডিয়ার ১৭১ নম্বর বিমানটির জোড়া ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। তাছাড়া টেক অফের কয়েক মিনিটের মধ্যে তখনই একটি বিমান দ্রুতগতিতে নিচে নেমে আসে, যখন সেটির দুই ইঞ্জিন বিকল হয়ে যায়।

আরও পড়ুন: হাতে এল অভিশপ্ত বিমানের ব্ল্যাক বক্স, কী কী তথ্য পাওয়া গেল?

প্রাক্তন চিফ অফ এয়ার স্টাফ অরূপ রাহা আরও জানান যে, কন্ট্রোল সিস্টেমে গলযোগের কারণেই বিমানে যান্ত্রিক ত্রুটি তৈরি হয়েছে। তবে কীভাবে এমনটা হল, তা এখনও জানা যায়নি বলে দাবি করেন তিনি। পাশাপাশি যাত্রীবাহী এই বিমানে প্রযুক্তিগত সমস্যার বিষয়টিকেও তুলে ধরেছেন তিনি। তবে এইভাবে বিমানে জোড়া ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার ঘটনাকে তিনি ‘ইউনিক’ বলে তকমা দিয়েছেন।

তদন্তকারীদের মতে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে এখন মূল ভরসা বিমানের এই ব্ল্যাক বক্স। প্রতিটি আধুনিক বিমানে দু’টি রেকর্ডার থাকে— একটি ককপিট ভয়েস রেকর্ডার (CVR), অন্যটি ফ্লাইট ডেটা রেকর্ডার (FDR)। ফ্লাইট ডেটা রেকর্ডারে বিমানের গতিবিধি, গতি, উচ্চতা, অবস্থান-সহ প্রায় ৮০টি গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত থাকে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News