ওয়েব ডেস্ক: চলছিল সন্ধান, অবশেষে খুঁজে পাওয়া গেল দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়ার (Air India) ড্রিমলাইনার বিমানের ব্ল্যাক বক্স (Black Box)। ‘এয়ারক্র্যাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো’-র তরফে জানানো হয়েছে, যে মেডিক্যাল কলেজের হস্টেলের ছাদে বিমানটি ভেঙে পড়েছিল, সেখান থেকেই ব্ল্যাক বক্সটি পাওয়া গিয়েছে। এএআইবি-র বিশেষজ্ঞ এবং গুজরাত সরকারের ৪০ জন কর্মী যৌথভাবে তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার করেন ‘ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার’ (DFDR)। এটি সাধারণ ভাষায় ‘ব্ল্যাক বক্স’ নামেই পরিচিত।
বৃহস্পতিবার দুপুরে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করার কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়া ১৭১ নম্বর বিমানটি। ২৪২ জন আরোহীর মধ্যে ২৪১ জনের মৃত্যু হয়েছে। একজন আশ্চর্যজনকভাবে প্রাণে বেঁচে গিয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনার পর থেকে শোকের চাদরে ঢেকে গিয়েছে গোটা দেশ। অনেকেই আবার এই দুর্ঘটনার কারণ জানতে স্বচ্ছ তদন্ত দাবি করছেন।
আরও পড়ুন: লাকি নম্বর ছিল ‘১২০৬’, অদ্ভুতভাবে রুপানির মৃত্যুও হল সেই তারিখেই
তদন্তকারীদের মতে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে এখন মূল ভরসা বিমানের এই ব্ল্যাক বক্স। প্রতিটি আধুনিক বিমানে দু’টি রেকর্ডার থাকে— একটি ককপিট ভয়েস রেকর্ডার (CVR), অন্যটি ফ্লাইট ডেটা রেকর্ডার (FDR)। ফ্লাইট ডেটা রেকর্ডারে বিমানের গতিবিধি, গতি, উচ্চতা, অবস্থান-সহ প্রায় ৮০টি গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত থাকে।
আগে এইসব তথ্য মেটালিক স্ট্রিপে রেকর্ড হত যাতে আগুন বা জলে পড়লেও তথ্য নষ্ট না হয়। এখন প্রযুক্তি আরও উন্নত হওয়ায় ব্যবহার করা হয় ম্যাগনেটিক ড্রাইভ এবং মেমরি চিপ। বিশেষজ্ঞদের মতে, এই ব্ল্যাক বক্সের তথ্য বিশ্লেষণ করলেই বোঝা যাবে, কেন হঠাৎ করে আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানটি ভেঙে পড়ল। পাইলটের শেষ কথোপকথন, যন্ত্রের আচরণ— সব মিলিয়ে নির্মিত হবে ঘটনার পূর্ণ চিত্র।
দেখুন আরও খবর: