Sunday, September 14, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeআহমেদাবাদ বিপর্যয়, প্রথম সাংবাদিক বৈঠক করলেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী

আহমেদাবাদ বিপর্যয়, প্রথম সাংবাদিক বৈঠক করলেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী

ওয়েবডেস্ক- আহমেদাবাদে ভয়ঙ্কর বিমান বিপর্যয়ের (Ahmedabad Plane Crash) পর এই প্রথম সাংবাদিক বৈঠক করলেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপু রাম মোহন নাইডু (Civil Aviation Minister Kinjarapu Ram Mohan Naidu) । সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, উদ্ধার হওয়া ব্ল্যাক বক্সের ডেটা বিশ্লেষণ করা হচ্ছে। দুর্ঘটনা মুহূর্তে ঠিক কী হয়েছিল তার একটা স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব হবে।

মন্ত্রী জানান, দুর্ঘটনার পরেই এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (AAIB) এবং অন্যান্য তদন্তকারী সংস্থাগুলি দ্রুত কাজ শুরু করেছে। ঘটনাস্থলে পৌঁছেছেন DG-AAIB।

কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, বিমানের নিরাপত্তা খতিয়ে দেখতে Boeing 787 সিরিজের সমস্ত ৩৪টি বিমানের উপর জরুরি ভিত্তিতে অতিরিক্ত নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। যার মধ্যে আটটি বিমানের পরিদর্শন ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। বেসামরিক বিমান পরিবহন সচিব সমীর কুমার সিনহা জানান, প্যারিস-দিল্লি-আহমেদাবাদ রুটে বিমানটি এর আগে কোনও ধরনের ত্রুটি ছাড়াই উড়েছিল।

আরও পড়ুন- ‘AI-171’, এই নাম্বার আর কোনওদিন ব্যবহার হবে না AIR INDIA-র বিমানে

বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চস্তরীয় কমিটি গঠনের কথা মন্ত্রকের তরফে সোশাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। বিকেল ৫ টা নাগাদ চিকিৎসকদের হস্টেলের ছাদ থেকে ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে।

কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রী নাইডু জানিয়েছেন, ” AAIB গতকাল ব্ল্যাক বক্স খুঁজে পেয়েছে ৷ কীভাবে বিমান দুর্ঘটনা হয়েছিল এবং বিমানটি ভেঙে পড়ার ঠিক আগের মুহূর্তে কী হয়েছিল, তা এই ব্ল্যাক বক্স থেকে জানা যাবে বলে মনে করছে এএআইবি ৷ তাদের এই তদন্ত রিপোর্টের জন্য আমরা অপেক্ষা করছি ৷”

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিটে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেলের বিমানবন্দর থেকে রওনা দেয় লন্ডনগামী এই বিমান। ওড়ার এক মিনিটের কম সময়ের মধ্যেই মেঘানিনগরে বিকট শব্দে ভেঙে পড়ে বিমানটি। একটি মেডিক্যাল হস্টেলের উপর ভেঙে পড়ে। বিমানের ক্রু সমেত ২৪২ জনের মধ্যে মধ্যে একজন ছাড়া বাকি সকলের মৃত্যু হয়েছে। এছাড়াও মেডিক্যাল হস্টেলের ৭ জন চিকিৎসক সহ মোট ২৫ জন ইন্টার্নের মৃত্যু হয়েছে। মোট ২৬৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

দেখুন আরও খবর-

Read More

Latest News