Saturday, September 13, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeসাবওয়েতে জল জমে চিন্তা বাড়ছে, বড় সিদ্ধান্ত রেলের

সাবওয়েতে জল জমে চিন্তা বাড়ছে, বড় সিদ্ধান্ত রেলের

ওয়েব ডেস্ক: ট্রেন চলাচল আরও দ্রুত করতে দেশের নানা প্রাম্তে সরিয়ে দেওয়া হচ্ছে পুরনো লেভেল ক্রসিং। যার পরিবর্তে তৈরি হচ্ছে লিমিটেড হাইট সাবওয়ে। ইতিমধ্যেই হাওড়া ও শিয়ালদা ডিভিসনের একাধিক রেল শাখায় এই ধরনের সাবওয়ে চালু হয়েছে। তবে বর্ষা শুরু হতই নতুন সমস্যার দেখা মিলল। এই নতুন তৈরি সাবওয়েগুলি জলের তলায় চলে যাচ্ছে, যার ফলে দিন দিন বিপজ্জনক হয়ে উঠেছে যান চলাচল।

টানা বৃষ্টিতে নতুন তৈরি সাবওয়েগুলি কার্যত জলমগ্ন। যা থেকে ঘটতে পারে বড় কোনও বিপত্তি। এই সমস্যা সামাল দিতে এবার বিশে, পদক্ষেপ নিয়েছে রেল। জানা গিয়েছে, সংশ্লিষ্ট সাবওয়েগুলিতে মোতায়েন করা হবে ওয়াচম্যান। তাদের মূলত দায়িত্ব থাকবে যখনই জলস্তর বিপজ্জনক পর্যায়ে পৌঁছবে, তখনই গাড়ি চলাচল সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া।

আরও পড়ুন: রাজ্যজুড়ে তুমুল বর্ষা! ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের ৯ জেলা

এই ধরনের সমস্যা ইতিমধ্যেই দেখা গিয়েছে বিভিন্ন জায়গায়। একাধিক সাবওয়ে পূর্ব রেলের বিভিন্ন শাখায়ও চালু হয়েছে, যেখানে জল নিকাশি ব্যবস্থা বর্ষায় যথেষ্ঠ চাপে পড়ে যাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে রেলের ইঞ্জিনিয়ার বিভাগকে সর্বক্ষন সতর্ক রাখা হয়েছে। বর্যার জেরে লাইনের কোচাও জল জমেছে কিনা, তা বিশেষবাবে লজর দিতে হবে। সিগন্যল বিভাগ ও ইঞ্জিনিয়ারিং বিভাগকে একযোগে ২৪ ঘণ্টা কাজ চালিয়ে যেতে বলা হয়েছে। য়াতে ট্রেন চলাচলে কোনও ব্যাঘাত না ঘটে। পাশাপাশি লাইনের ধারে থাকা নিকাশি নালাগুলিকেও উপযুক্ত রাখার নির্দেশ জারি করা হয়েছে।

তবে একজন কর্মী দিয়ে নিয়ন্ত্রণ সম্ভব নয়। তাঁদের সিদ্ধান্ত কার্যকর করতে পাশে থাকবে আরপিএফও। কেউ নির্দেশ অমান্য করলে রেল নিরাপত্তা বাহিনী সঙ্গে সঙ্গে কড়া ব্যাবস্থা নেবে বলে জানিয়েছে। যেহেতু, জল জমে এই সাবওয়েগুলিতে বড় দুর্ঘটনা ঘটতে পার, তাই ঝুঁকি নিতে নারাজ প্রশাসন।

দেখুন অন্য খবর

Read More

Latest News