Friday, September 12, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeমধ্যপ্রাচ্যে শেষ হাসি হেসেছে ইরান! বিরাট দাবি খামেনির

মধ্যপ্রাচ্যে শেষ হাসি হেসেছে ইরান! বিরাট দাবি খামেনির

ওয়েব ডেস্ক: প্রথমে ইজরায়েল (Israel), পরে আমেরিকা (USA)- বুক চিতিয়ে সব হামলার জবাব দিয়েছে ইরান (Iran)। মধ্যপ্রাচ্যে (Middle East) অশান্তির মাঝেই ইরানের সুপ্রিম নেতা আয়াতোল্লা আলি খামেনি (Ali Khamenei) জানিয়ে দিয়েছিলেন যে, ইরান আত্মসমর্পন করবে না। বাস্তবেও তেমনটাই দেখা গিয়েছে। আর এবার খামেনি জানিয়ে দিলেন যে, এই যুদ্ধে ইরান জয়লাভ করেছে। একইসঙ্গে তিনি জানিয়েছেন, আমেরিকার হামলায় ইরানের বিশেষ কিছু ক্ষতি হয়নি।

বৃহস্পতিবার এয হ্যান্ডেলে একাধিক পোস্ট করেন ইরানের এই সুপ্রিম নেতা। তিনি প্রথম পোস্টে জানান, “ভ্রান্ত ইহুদি শাসনের বিরুদ্ধে আমরা জয়লাভ করেছি, অভিনন্দন।” অর্থাৎ, তিনি সদর্পে এটাই জানিয়েছেন যে, প্রথমে ইজরায়েল এবং পরে আমেরিকা যে মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়েছিল, তাদের প্রত্যেককে হারিয়ে জয়লাভ করেছে ইরান।

আরও পড়ুন: মার্কিন হামলায় মারাত্মক ক্ষতি ইরানের! বিস্ফোরক দাবি CIA-র

পরের পোস্টে তিনি আমেরিকাকে খোঁচা দেন। এক্স হ্যান্ডেলে আজকের দ্বিতীয় পোস্টে খামেনি লেখেন, “আমেরিকার বিরুদ্ধে জয়লাভ করেছে ইরান। সেই জন্য ফের অভিনন্দন। মার্কিন সরকার সরাসরি যুদ্ধে হস্তক্ষেপ করেছিল। কারণ তারা মনে করেছিল যে, যদি তারা যুদ্ধে না জড়ায়, তাহলে ইহুদি দেশের সরকার সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। তারা সেই শাসনকে বাঁচানোর প্রচেষ্টায় যুদ্ধে জড়িয়েছিল। কিন্তু আমেরিকা শেষমেষ কিছুই অর্জন করতে পারেনি।”

এদিন এক্স হ্যান্ডেলে আরও একটি পোস্ট করেন খামেনি। সেখানে তিনি সরাসরি আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে লেখেন, “মধ্যপ্রাচ্যের মার্কিন কেন্দ্রগুলিতে ইসলামিক প্রজাতন্ত্রের প্রবেশাধিকার রয়েছে। তাই যখনই প্রয়োজন থাকবে তখনই পদক্ষেপ নেওয়া হতে পারে। ভবিষ্যতেও এই ধরণের পদক্ষেপের পুনরাবৃত্তি হতে পারে। যদি কোনও আগ্রাসন ঘটে, তাহলে শত্রুকে অবশ্যই এর জন্য চরম মূল্য দিতে হবে।”

দেখুন আরও খবর:

Read More

Latest News