Tuesday, August 5, 2025
Homeবিনোদন'সরলাক্ষ হোমস' বাংলা ছবিতে রহস্য সমাধান করবেন! টিজার কি বলছে!
Saralakkha Holmes

‘সরলাক্ষ হোমস’ বাংলা ছবিতে রহস্য সমাধান করবেন! টিজার কি বলছে!

একটি খুনের কিনারা করতে গোয়েন্দা সরলাক্ষকে ডেকে পাঠানো হয়

Follow Us :

ওয়েব ডেস্ক: অল্প বয়সে বিশ্বখ্যাত গোয়েন্দা শার্লক হোমস(Sherlock Holmes) এর কাহিনী পড়েননি এমন মানুষ কম। বাঙালি পাঠকদের কাছে ফেলুদার পাশাপাশি শার্লক হোমসও যথেষ্ট জনপ্রিয়। এবার সেই শার্লক হোমস চরিত্র বাংলা মোড়কে বড় পর্দায় ফুটে উঠবে। সম্প্রতি মুক্তি পেয়েছে সায়ন্তন ঘোষাল পরিচালিত ‘সরলাক্ষ হোমস'(Saralakkha Holmes) ছবির টিজার(Teaser। নাম ভূমিকায় অভিনয় করছেন ঋশভ বসু(Rishav Basu)। ছবিতে শার্লক হোমসের বদলে নাম রাখা হয়েছে সরলাক্ষ হোমস।

আরও পড়ুন:রবিবাসরীয় সকালে খুশির পোস্ট, বিগ বি’র নতুন ছবি আসছে?

ছবির কাহিনীতে বলা হয়েছে ব্রিটিশরা সরলাক্ষ নাম উচ্চারণ করতে পারেন না বলেই তারা ‘শার্লক’ নামটি উচ্চারণ করেন। খুব স্বাভাবিক কারণেই লন্ডন প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবি। একটি খুনের কিনারা করতে গোয়েন্দা সরলাক্ষকে ডেকে পাঠানো হয়। ছবির প্রতিটি মুহূর্ত থাকবে টানটান উত্তেজনা। যেমনটা গোয়েন্দা ছবিতে হয়। সেই সঙ্গে থাকবে দুরন্ত অ্যাকশান। এই ছবির মাধ্যমে বিলিতি গোয়েন্দা পাচ্ছে বাংলার রং।
প্রসঙ্গত, স্কটিশ লেখক আর্থার কোনান ডয়েলের তৈরি কাল্পনিক চরিত্র শার্লক হোমস এক কথায় জগৎ বিখ্যাত। হোমসেপ গল্পের প্রথম সংকলন প্রকাশিত হয়েছিল ১৮৮২ সালে।


‘সরলাক্ষ হোমস’ ছবিতে ২২১ বি বেকার স্ট্রিটের বাড়ির মালিক শার্লক হোমস এর আদল অনেকটাই সরলাক্ষর সঙ্গে মিলে যায়। যদিও বয়সটা নিতান্তই কম। তবে তার সবটাই জুড়ে রয়েছে কলকাতা এবং বাঙালিয়ানা।
উল্লেখ্য,পরিচালক সায়ন্তন জানিয়েছেন যে বাংলা ছবির অধিকাংশ প্রতিষ্ঠিত অভিনেতা দের মধ্যে প্রায় প্রত্যেকেই কোন না কোন‌ও গোয়েন্দা চরিত্রের অভিনয় করেছেন। তাই আমি এমন একজনকে এই গোয়েন্দা চরিত্রে চেয়েছিলাম যাকে নতুন করে গড়ে তোলা যায়।
এই ছবিতে উৎসব এর চরিত্রের পাশাপাশি অন্যান্য যারা অভিনয় করেছেন তাদের মধ্যে রাজনন্দিনী পাল কাঞ্চন মল্লিক অর্ণব মুখোপাধ্যায় গৌরব চক্রবর্তী সাহেব চট্টোপাধ্যায়। বাদশা মৈত্র ও আরো অনেক রয়েছে ন।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39