ওয়েব ডেস্ক : ২৫ বছর পর পাকিস্তানে (Pakistan) নিজেদের কার্যক্রম বন্ধ করে দিল সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট (Microsoft)। ২০২৫ সালের ৩ জুলাই থেকে তারা তাদের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে খবর। এই বিষয়টি নিশ্চিত করেছেন মাইক্রোসফট পাকিস্তানের প্রাক্তন প্রতিষ্ঠাতা কান্ট্রি হেড জাওয়াদ রহমান। সূত্রের খবর, অর্থনীতি, রাজনৈতিক অস্থিরতা সহ বিভিন্ন কারণে নিজেদের অপারেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট।
২০০০ সালের ৭ মার্চ পাকিস্তানে নিজেদের অপারেশন শুরু করেছিল মাইক্রোসফট (Microsoft)। আইটি মনোন্নয়ন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছিল মাইক্রোসফ্ট। জাওয়াদ রহমান জানিয়েছেন, পাকিস্তানের (Pakistan) বর্তমান পরিস্থিতির এই পরিস্থিতি অন্যতম কারণ। সঙ্গে তিনি বলেছেন, এটি এমন একটি দেশীয় পরিবেশের প্রতিচ্ছবি, যেখানে গ্লোবাল জায়ান্টরাও টিকে থাকতে পারছে না।
আরও খবর : ভয়ঙ্কর হড়পা বান! জলের তোড়ে ভেসে গেল ২৪ জন, দেখুন ভিডিও
প্রশ্ন উঠতেই পারে, কেন পাকিস্তানে নিজেদের অপারেশন বন্ধ করল মাইক্রোসফ্ট (Pakistan)। বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তের পিছনে রয়েছে পাকিস্তানের দুর্বল অর্থনীতি, বারবার সরকার পরিবর্তন ও রাজনৈতিক টানাপোড়েনে সংস্থাগুলি আস্থা হারাচ্ছে, উচ্চ কর, মুদ্রার অস্থিরতা ও প্রযুক্তি আমদানিতেও সমস্যা বেড়েছে, ২০২৪ অর্থবছরে ঘাটতি দাঁড়িয়েছে ২৪.৪ বিলিয়ন ডলার, ২০২৫ সালের জুনে রিজার্ভ নেমে এসেছে মাত্র ১১.৫ বিলিয়ন ডলারে।
এমন সময় পাকিস্তানে নিজেদের অপারেশন বন্ধ করল মাইক্রোসফ্ট (Microsoft), যখন সে দেশের অর্থনীতি তীব্র চাপের মধ্যে রয়েছে। যখন বৈদেশিক মুদ্রা রিজার্ভ ২০২৫ সালের মাঝামাঝি সময়ে মাত্র ১১.৫ বিলিয়ন মার্কিন ডলারে নেমে এসেছে। যা প্রযুক্তি আমদানি এবং বিনিয়োগকারীদের মনোভাবের উপর সরাসরি প্রভাব ফেলেছে।
দেখুন অন্য খবর :