Sunday, August 3, 2025
HomeScrollবনধ ঘিরে শিলিগুড়িতে তুমুল উত্তেজনা, ধস্তাধস্তি
Siliguri

বনধ ঘিরে শিলিগুড়িতে তুমুল উত্তেজনা, ধস্তাধস্তি

পুলিশ একজনকে আটক করেছে

Follow Us :

শিলিগুড়ি: কেন্দ্রীয় শ্রম নীতির বিরুদ্ধে দেশজুড়ে ধর্মঘট (Bharat Bandh)। নরেন্দ্র মোদী (Narendra Modi) সরকারের শ্রম কোড বাতিলের দাবিতে বুধবার দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক সংযুক্ত সংগ্রাম সমন্বয় কমিটির। ১১ টি শ্রমিক সংগঠন ও ৩৭টি কেন্দ্রীয় কর্মচারী সংগঠনের ডাকে দেশজুড়ে সাধারণ ধর্মঘট। নয়া শ্রম কোড বাতিলের দাবি ট্রেড ইউনিয়নগুলির। তারই প্রতিবাদে ধর্মঘট।

বনধকে ঘিরে যান চলাচল বন্ধ শিলিগুড়িতে (Siliguri)। সকাল থেকেই শিলিগুড়ি সহ আশেপাশের বেশ কিছু এলাকায় দফায় দফায় বিক্ষোভ শুরু হয়। ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। নকশালবাড়ির (Naxalbari) সাতভাইয়া জাতীয় সড়কে বনধ সমর্থনকারীরা স্লোগান দিতে শুরু করেন। রাস্তা অবরোধ করে যানবাহন আটকে দেয়। পরে সেখানে উপস্থিত হয় রাজ্যের শাসক দলের শ্রমিক সংগঠন। তারা আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। যার জেরে দুপক্ষের মধ্যে শুরু হয় ব্যাপক বচসা ও হাতাহাতি। বনধ সমর্থনকারীদের অভিযোগ, পুলিশের উপস্থিতিতে আইএনটিটিউসি (INTTUC) কর্মীরা তাদের ওপর চরাও হয়। ঘটনাস্থলে রয়েছে পুলিশ। এই ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

আরও পড়ুন: ধর্মঘটে স্তব্ধ ভারত, বুধবার কেন দেশজুড়ে বনধ?

সকাল থেকে শহর কলকাতায় সেভাবে প্রভাব না পরলেও আংশিক কিছু অশান্তির ছবি স্পষ্ঠ। কোথাও বাস, ট্রেন আটকে দেওয়া হয়েছে। কোথাও দোকান খুলতে বাধা দেওয়া হয়েছে। অফিস থেকে স্কুল যাত্রীরা ভোগান্তির শিকার হয়েছে। অন্যদিকে, কড়া পুলিশি প্রহরা মোতায়েন থাকায় অনেককে আটক করা হয়েছে। তবে আবার বেশ কিছু জায়গায় স্বাভাবিকও ছিল যান চলাচল।

দেখুন অন্য খবর  

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39