Tuesday, July 29, 2025
Homeলিডবারবার জেল খেটেছি! নতুন মা হয়ে কেন এমন মন্তব্য মানসীর?
Manosi Sengupta

বারবার জেল খেটেছি! নতুন মা হয়ে কেন এমন মন্তব্য মানসীর?

মানসী সেনগুপ্ত নেতিবাচক চরিত্রে অভিনয় করে কি নতুন ট্রেন্ড সেট করছেন!  

Follow Us :

ওয়েব ডেস্ক: মানসী সেনগুপ্ত(Manosi Sengupta) বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেত্রী(Actress from Bengali Television), যিনি বিভিন্ন নাটকে অভিনয় করেছেন। তিনি “নিম ফুলের মধু”(Neem Phooler Madhu)
ধারাবাহিকে খলনায়িকা মৌমিতার চরিত্রে অভিনয় করে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছেন। এছাড়াও, তিনি “কোন গোপনে মন ভেসেছে”, “কি করে বলব তোমায়”, “সাত ভাই চম্পা” সহ আরও অনেক জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন। 

কিছুদিন আগে তিনি দ্বিতীয় সন্তানের মা হয়েছেন এবং মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে(Maternity Leave) আবারও অভিনয়ে ফিরেছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর দৈনন্দিন জীবনের ঝলক নিয়মিত শেয়ার করেন, যা তাঁর বিশাল সংখ্যক অনুরাগীর কাছে বেশ প্রিয়। বর্তমানে ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ ধারাবাহিকে এক নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন মানসী। প্রশ্ন উঠছে, একই ধরনের চরিত্রে বারবার অভিনয় করতে কি তাঁর একঘেয়ে লাগছে! এই বিষয়ে তাঁর স্পষ্ট বক্তব্য চমকে দিয়েছে অনেককেই।

পর্দায় ননদ, বাস্তবে বন্ধু: পুরনো রসায়ন কি ফিরবে?

‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ ধারাবাহিকে মানসীর ননদের ভূমিকায় অভিনয় করছেন অরিজিতা মুখোপাধ্যায়, যাঁর সঙ্গে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে তাঁর ‘খুড়শাশুড়ি’র চরিত্রে পূর্বে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তাঁদের পর্দার বাইরেও চমৎকার বন্ধুত্ব বরাবরই অনুরাগীদের নজর কেড়েছে। তবে এবারও কি তাঁরা জুটি বেঁধে ‘দুষ্টুমি’র ছক কষবেন? এই প্রশ্নের জবাবে মানসী হাসতে হাসতে বলেন, “না না। আমি খারাপ ছিলাম, খারাপই আছি। তবে এখানে ননদ ঠিক আমার পক্ষে নয়। খুব ভালো মনের মানুষ। আমাকে আর কেউ বোধহয় ভালো ভাবতেই পারে না (হেসে)।” তাঁর এই মন্তব্য থেকে স্পষ্ট, এবারের গল্পে পুরনো রসায়ন কিছুটা ভিন্ন পথে বইবে।

নেতিবাচক চরিত্রেই মানসীর যত আনন্দ:

নেতিবাচক চরিত্রে অভিনয় করা কি মানসীর কাছে একঘেয়ে হয়ে গেছে? অভিনেত্রী অবশ্য এই ধারণাকে পুরোপুরি উড়িয়ে দিয়েছেন। তিনি জানান, এমন ধরনের চরিত্রের জন্যই তিনি নাকি সব সময় মুখিয়ে থাকেন। তাঁর কথায়, “আমি নেগেটিভ চরিত্র সবচেয়ে বেশি ভালোবাসি। পজিটিভ চরিত্র খুব একটা করতেই চাই না সত্যি বলতে। কারণ, নেগেটিভ চরিত্রে সুযোগ অনেক বেশি। কাউকে মেরে ফেলা, কাউকে বিষ মেশানো, আর সবচেয়ে মজার বিষয় হলো জেলে যাওয়া।”
‘বহুবার জেল খাটতে হয়েছে আমায়…’

মানসীর কথা অনুযায়ী, প্রতিটা সিরিয়ালেই নাকি তাঁকে হাজতবাস করতে হয়েছে, তাও একবার, দুবার নয়, একাধিকবার। তিনি হেসে বলেন, “আমি তো লাস্ট যে সিরিয়ালটা করলাম, সেই সময় অন্তঃসত্ত্বা। ‘কোন গোপনে মন ভেসেছে’ করতে করতেও আমায় জেলে যেতে হয়েছিল। প্রচুরবার আমি জেলে গিয়েছি সত্যি বলতে। (একগাল হেসে) তবে এবার জেলে যেতে হবে না বলেই মনে হচ্ছে।” তাঁর এই মজাদার স্বীকারোক্তি বুঝিয়ে দেয়, চরিত্রের প্রয়োজনে যেকোনো চ্যালেঞ্জ নিতে তিনি প্রস্তুত।

পৌরাণিক গল্পে অভিনয়ের সুযোগ: চ্যালেঞ্জ ও আনন্দ

‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’তে অভিনয় করে দারুণ খুশি মানসী। একটি পৌরাণিক গল্পে অভিনয়ের সুযোগ তিনি বহু দিন ধরেই খুঁজছিলেন। তাই সেই সময়ের ভাষা রপ্ত করতে এবং চরিত্রটিকে আরও ভালোভাবে ফুটিয়ে তুলতে নিজেকে বেশ কিছুটা সময় দিচ্ছেন তিনি। যতই কঠিন সময় আসুক না কেন, এই গোটা প্রক্রিয়াটাই নাকি জমিয়ে উপভোগ করছেন অভিনেত্রী।

মানসী সেনগুপ্ত নেতিবাচক চরিত্রে অভিনয় করে কি নতুন ট্রেন্ড সেট করছেন!

দেখুন অন্য খবর:

 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Mamata Banerjee | বোলপুরে প্রশাসনিক সভা থেকে বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন সরাসরি
00:00
Video thumbnail
Weather Update | ফের ঘূর্ণাবর্তের চোখ রাঙানি, বাংলাজুড়ে ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা?
00:00
Video thumbnail
Amit Shah | সংসদ থেকে বক্তব্য রাখছেন অমিত শাহ, দেখুন সরাসরি
00:00
Video thumbnail
Metro News | ফের যাত্রী ভোগান্তি, অনির্দিষ্ট কালের জন্য বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন, কী কারণ?
58:43
Video thumbnail
Nabanna | নিকাশিতে গুরুত্ব দিচ্ছে নবান্ন, পাড়া পরিষ্কার কর্মসূচি নিয়ে জারি নয়া গাইডলাইন
52:45
Video thumbnail
Donald Trump | Putin | ট্রাম্পের হু/ম/কির মুখে পুতিন! কোন নয়া স্ট্র্যাটেজি মার্কিন প্রেসিডেন্টের?
07:10
Video thumbnail
Weather Update | ফের ঘূর্ণাবর্তের চোখ রাঙানি, বাংলাজুড়ে ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা?
02:51
Video thumbnail
Anubrata Mondal | মমতার আস্থা, অ-এ অনুব্রত ক-এ কেষ্ট, দেখুন স্পেশাল রিপোর্ট
03:25:20
Video thumbnail
Kalyan Banerjee | এখনও পর্যন্ত কেন ওই লোকটাকে রাখা হয়েছে? দোভালকে নিয়ে কল্যাণের এক মন্তব্যে তো/লপাড়
03:17:57
Video thumbnail
Good Morning Kolkata | সকালের গুরুত্বপূর্ণ খবর, দেখুন একনজরে সরাসরি
02:07:56

Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39