Wednesday, July 23, 2025
HomeScrollবীরভূমে এক মহিলাকে ধর্ষণ, গ্রেফতার বিজেপি নেতা
Birbhum BJP Leader Case

বীরভূমে এক মহিলাকে ধর্ষণ, গ্রেফতার বিজেপি নেতা

সোমবার সিউড়ি আদালত তাঁকে ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে

Follow Us :

বীরভূম: বীরভূমে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা (BJP Leader) সুনীল মূর্মু। বীরভূমের সিউড়ি থানার পুলিশের (Suri Police Station) হাতে গ্রেফতার বিজেপি নেতা। সোমবার তাঁকে সিউড়ি আদালতে (Suri Court) তোলা হলে আদালত তাঁকে ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। যদিও বিজেপির তরফে এই অভিযোগকে ‘চক্রান্ত করা হচ্ছে’ বলে দাগিয়ে দেওয়া হয়েছে।

এর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) পাশে বসে সাংবাদিক বৈঠক করতে দেখা গিয়েছিল বিজেপি নেতা সুনীল মুর্মুকে। সেই বিজেপি নেতার বিরুদ্ধে ২০২৩ সালের জুন মাস থেকে জুলাই মাস পর্যন্ত টানা একমাস ধরে বীরভূমের সিউড়িতে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে। ওই মহিলা সিউড়ি থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে সিউড়ি থানার পুলিশ বিজেপি নেতা সুনীল মুর্মুকে গ্রেফতার করে।

আরও পড়ুন: “অপমানে গর্জে উঠুন,” একুশের মঞ্চ থেকে বিরাট বার্তা ফিরহাদের

পুলিশ সূত্রে খবর, ২০২৩ সালের জুন মাস থেকে জুলাই মাস পর্যন্ত একটানা এক মহিলাকে শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে বিজেপি নেতা সুনীল মুর্মুর বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের করা হয় বিজেপি নেতার বিরুদ্ধে। পুলিশ তাঁকে গ্রেফতার করে। সোমবার সিউড়ি আদালত (Suri Court) তাঁকে ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

দেখুন অন্য খবর

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39