ওয়েব ডেস্ক: আজ একেক রাশির (Horoscope Today) উপর একেক রকম প্রভাব বিস্তার করছে চন্দ্র, মঙ্গল আর বৃহস্পতি। কেউ আজ নাম কুড়োবে, কেউ আবার অল্প ভুলে ডুবে যাবে বিপদে। কে থাকছেন গ্রহের কৃপায়, আর কে পড়ছেন ধরা? দেখে নিন আপনার রাশির ফল (Rashifal)।
মেষ:
চাকরি হোক বা ব্যবসা, আজ সবখানেই আপনি লাইমলাইটে। তবে অহং কমান, নয়তো কারও ঈর্ষার শিকার হবেন।
বৃষ:
পরিবারের কারও আচরণে আপনি কষ্ট পেতে পারেন। আজ মন সামলে চলাই শ্রেয়। তবে সন্ধের পর ভাগ্য ঘুরবে।
মিথুন:
একটা ফোন কল আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে। কিন্তু মুখ ফসকে গোপন কথা বলে ফেলবেন না।
আরও পড়ুন: কেতুর প্রভাবে বদল আসবে জীবনে, কে পাবেন সাফল্য, কার জীবনে বাড়বে টেনশন?
কর্কট:
অফিসে চাপ বাড়বে, আর ঘরেও থাকবে টেনশন। তবুও আজ আপনি মানসিক শক্তির দিক দিয়ে এগিয়ে থাকবেন।
সিংহ:
আজ আপনার দিন। যেদিকেই হাত দেবেন, সেদিকেই সোনা ফলতে পারে। তবে প্রেম নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে।
কন্যা:
খরচ বাড়বে, শরীর একটু দুর্বল থাকবে। কিন্তু কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা আপনার মন ভালো করে দেবে।
তুলা:
আত্মীয়স্বজনের সঙ্গে বিবাদ হতে পারে। আজ ঠান্ডা মাথায় চলুন, নইলে পরিস্থিতি খারাপ হতে পারে।
বৃশ্চিক:
প্রেমে সুখ, অর্থে আয়—আজ দুই দিক থেকেই আপনি সন্তুষ্ট থাকবেন। শুধু একটাই কথা, অহং বর্জন করুন।
ধনু:
ভ্রমণের পরিকল্পনা আজ বাধা পেতে পারে। কিন্তু অফিসে হঠাৎ কোনও নতুন দায়িত্বে আপনিই হবেন মুখ্য মুখ।
মকর:
পুরনো কোনও পাওনা টাকা ফেরত পেতে পারেন। আজ পরিবারে ভালো খবর আসবে, এমন ইঙ্গিত জ্যোতিষ বলছে।
কুম্ভ:
সৃজনশীল কাজে মন বসবে। আজ নতুন কিছু শুরু করলে তা দীর্ঘস্থায়ী হতে পারে। প্রেমেও আজ মিষ্টি সময়।
মীন:
আজ আপনি কিছুটা আবেগপ্রবণ থাকবেন। কারও কথায় ভেঙে না পড়ে নিজের ওপর ভরসা রাখুন—সন্ধে নাগাদ সুখবর মিলবে।
দেখুন আরও খবর: