ওয়েবডেস্ক- বাংলাদেশের (Bangladesh) সঙ্গে দূরত্ব বেড়েছে বেড়েছে ভারতের (India)। কিন্তু বিপদের দিনে সেই পরম বন্ধু, আত্মীয়তার হাত বাড়িয়ে দিল সেই ভারতই। বিমান দুর্ঘটনায় (Air Crash) আহতদের চিকিৎসার জন্য ভারত ঢাকায় বার্ন বিশেষজ্ঞ চিকিৎসক (Burn-specialist doctors) পাঠাচ্ছে। মঙ্গলবার রাতে ভারতের তরফ থেকে জানানো হয়, বাংলাদেশের ঢাকায় (Dhaka) বার্ন বিশেষজ্ঞদের একটি দল সহ নার্সদের (Nurse) পাঠানো হচ্ছে। সেখানে গিয়ে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা থেকে পরিচর্যা করে আহতদের সুস্থ করে তুলবেন তাঁরা।
আরও পড়ুন- ধ্বংসস্তুপে এখনও আটকে অনেকেই! ঢাকায় কী অবস্থা দেখুন
প্রসঙ্গত, সোমবার বাংলাদেশের রাজধানী ঢাকার (Dhaka) উত্তরায় দিয়াবাড়িতে (Diyabari in Uttara) স্থানীয় সময় দুপুর ১ টার দিকে বিমান দুর্ঘটনা ঘটে। মাইলস্টোণ স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে আচনকাই ভেঙে পড়ে বায়ুসেনার প্রশিক্ষণ বিমান। মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১। আহতের সংখ্যা ১৬৫।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের (Muhammad Yunus) বিশেষ উপদেষ্টা সাইদুর রহমান সাংবাদিকদের বলেন, মৃতের সংখ্যা ৩১। তাদের মধ্যে ২৫ জনই শিশু। নিহতদের মধ্যে অনেকের বয়স ১২ বছরের কম। এখনও পর্যন্ত ২০ টি দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রশাসনের আশঙ্কা মৃতের সংখ্যা আরও বাড়বে।
এই ঘটনায় শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Naredra Modi)। বিমান দুর্ঘটনায় মৃতদের উদ্দেশে আত্মার শান্তি কামনা করে আহতদের উদ্দেশে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।
বাংলাদেশে বিমান দুর্ঘটনায় দেশজুড়ে শোক ঘোষণা করা হয়েছে। অর্ধনমিত রাখা হয়েছে পতাকা।
বাংলাদেশের বায়ুসেনার তরফে জানানো হয়েছে, মাইলস্টোন স্কুলে ভেঙে পড়া এফটি-7 বিজিআই বিমানটি চীনের তৈরি। ফ্লাইট লেফটেন্যান্ট মহম্মদ তৌকির ইসলাম প্রশিক্ষণ যুদ্ধ বিমানে ছিলেন। যান্ত্রিক ত্রুটির অনুভূত হতেই বিমানটিকে জনবসতিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু তার মধ্যেই ভেঙে পড়ে বিমানটি।
দেখুন আরও খবর-