ওয়েব ডেস্ক: সময়ের সঙ্গে মানবজাতির উপর ক্যানসারের (Cancer) থাবা আরও শক্ত হচ্ছে। পরিসংখ্যান বলছে, ২০৫০ সালের মধ্যে প্রায় ৩.৩ কোটি মানুষ ক্যানসারে আক্রান্ত হবেন এবং ১.৮ কোটি মানুষের মৃত্যু হবে। মহিলাদের মধ্যে যেমন স্তন (Breast Cancer) ও জরায়ুর ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি, তেমন পুরুষরা সবথেকে বেশি আক্রান্ত হন ফুসফুসের ক্যানসারে (Lung Cancer)। তবে এবার হয়তো ক্যানসার থেকে মুক্তির দিন এসেই গিয়েছে। কারণ, ক্যানসারের ভ্যাকসিন (Cancer Vaccine) নিয়ে ইতিমধ্যে বড় সুখবর দিয়েছেন ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের (Florida University) বিজ্ঞানীরা।
সম্প্রতি, ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ক্যানসার গবেষকরা নতুন একটি পরীক্ষামূলক এম-আরএনএ ভ্যাকসিন (mRNA Vaccine) তৈরি করেছেন, যা ম্যালিগন্যান্ট টিউমারের বিরুদ্ধে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিতে পারে বলে প্রমাণ মিলেছে। সম্প্রতি ‘নেচার’ পত্রিকায় প্রকাশিত এক গবেষণাপত্রে জানানো হয়েছে, ইঁদুরের ওপর এই ভ্যাকসিন প্রয়োগ করে চমকপ্রদ সাফল্য মিলেছে।
আরও পড়ুন: অত্যাধুনিক যন্ত্রমানব! AI-এর মাধ্যমে গোপনে ভয়ঙ্কর কিছু বানাচ্ছে চীন?
বিশেষ বিষয় হল, এই ম-আরএনএ ভ্যাকসিনটি কোনও নির্দিষ্ট ক্যানসার প্রোটিনকে লক্ষ্য করে তৈরি হয়নি। বরং এটি এমনভাবে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে, যাতে ক্যানসার আক্রান্তের শরীর ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করছে। এর ফলে ক্যানসার প্রতিরোধে শুধু অস্ত্রোপচার, রেডিয়েশন বা কেমোথেরাপির উপর নির্ভর করতে হবে না রোগীদের।
গত বছর প্রথমবারের মতো মানুষের উপর একটি এম-আরএনএ ভ্যাকসিন প্রয়োগ করে গ্লিওব্লাস্টোমা নামক একটি মারাত্মক ব্রেন টিউমারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। সেই ক্লিনিকাল ট্রায়ালে মাত্র চারজন রোগী অংশ নেন, কিন্তু তাদের শরীরে দ্রুত ইমিউন প্রতিক্রিয়া দেখা যায় এবং টিউমার দমন হয়। এই নতুন গবেষণায় সেই প্রযুক্তিকেই আরও উন্নত করে সামনে আনা হয়। এখন যদি মানব শরীরে এই ভ্যাকসিন কার্যকর হয়, তাহলে এটি ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে এক নতুন দিগন্ত খুলে দিতে পারে।
দেখুন আরও খবর: