ওয়েব ডেস্ক: বর্ডারে কর্মরত সেনারা (Soldiers) যখন দেশের নিরাপত্তার জন্য জীবন বাজি রেখে কাজ করছেন, তখন তাঁদের পরিবারকেও নানা ঘরোয়া কারণে আইনি ঝামেলায় পড়তে হতে হয়। এবার মামলার শুনানির দিন কর্তব্যরত সেনাকর্মীরা হাজিরা দিতে না পারায় অনেক সময় মামলা ঝুলে যায় বা রায় বিপক্ষে যায়। এই পরিস্থিতি থেকে সেনাকর্মীদের পরিবারকে মুক্তি দিতে কারগিল বিজয় দিবসের দিনেই ‘NALSA বীর পরিবার সহায়তা যোজনা ২০২৫’-র (NALSA Veer Parivar Sahayata Yojana 2025) ঘোষণা করল ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি (National Legal Services Authority)।
শনিবার কারগিল বিজয় দিবসের বিশেষ দিনে কাশ্মীরে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ‘NALSA বীর পরিবার সহায়তা যোজনা ২০২৫’-র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
আরও পড়ুন: কারগিল বিজয় দিবসে পাকিস্তানকে বড় বার্তা জেনারেল চৌহানের
তবে NALSA-র কার্যকরী চেয়ারম্যান বিচারপতি সূর্য কান্ত এই প্রকল্পের মূল উদ্যোগী। তিনি জানান, “দেশরক্ষার কাজে আপনারা মন দিন, পরিবারের দেখভাল করবে বিচারবিভাগ।” বিচারপতি সূর্য কান্ত ‘অপারেশন সিঁদুর’ চলাকালীন সেনাদের আত্মত্যাগে অনুপ্রাণিত হয়ে এই প্রকল্পের ধারণা করেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, আগামী ২৪ নভেম্বর দেশের প্রধান বিচারপতির দায়িত্ব নেবেন বিচারপতি সূর্য কান্ত।
প্রসঙ্গত, ‘NALSA বীর পরিবার সহায়তা যোজনা ২০২৫’-র আওতায় শুধুমাত্র ইন্ডিয়ান আর্মি (Indian Army) নয়, বিএসএফ (BSF), সিআরপিএফ (CRPF), আইটিবিপি-র (ITBP) মতো আধাসামরিক বাহিনীর সদস্যরাও সুবিধা পাবেন। তবে এই সহায়তা শুধুমাত্র তাঁদের জন্য, যারা চ্যালেঞ্জিং পরিবেশে কর্তব্যরত।
দেখুন আরও খবর: