ওয়েব ডেস্ক : ম্যাঞ্চেস্টারে চলছে ভারত ও ইংল্যান্ডের (India vs England) মধ্যে সিরিজের চতুর্থ টেস্ট (4th Test)। এই ম্যাচে অনেকটাই এগিয়ে রয়েছেন বেন স্টোকস (Ben Stokes)-রা। তবে এই চতুর্থ টেস্টে চর্চায় উঠে এলেন ইংল্যান্ড পেসার ব্রাইডন কার্স (Brydon Carse)। তাঁর বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ উঠেছে। সমাজমাধ্যেম সেই ঘটনার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে।
ভারতের দ্বিতীয় ইনিংসের ১২তম ওভারে ঘটেছে ঘটনাটি। সেই সময় বল করছিলেন কার্স (Brydon Carse)। তার ওভারে পর পর দুটি চার মারেন শুভমন গিল(Subhman Gill)। তবে অভিযোগ, এর পরেই বুটের চাপ দিয়ে ইচ্ছাকৃতভাবে বল বিকৃতির চেষ্টা করেন তিনি। তা নিয়েই শুরু হয়েছে জোর বিতর্ক। প্রাক্তন অজি তারকা রিকি পন্টিং (Ricky Ponting) বলেছেন, ব্রাইডনের শেষ ওভারে তিনি বুট দিয়ে বলে চাপ দিচ্ছিলেন সেটা স্পষ্ট।
আরও খবর : বয়কটের পরেও কেন পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচ? প্রশ্নের মুখে BCCI
এ নিয়ে অনেকে দাবি করেছেন, বল করার সময় কোনও ধরণের মুভমেন্ট পাচ্ছিলেন না ব্রাইডন(Brydon Carse)। ফলে স্পিনের দিকে ঝুঁতে বাধ্য হয় ইংল্যান্ড। তবে বলের একদিক থেকে যদি পালিশ উঠে যায়, সেক্ষেত্রে রিভার্স সুইং-এর সুবিধা পেত ইংল্যান্ডের পেসাররা। সেই রিভার্স সুইং পেতেই ব্রাইডন কার্স বল বিকৃতির চেষ্টা করেছেন। তবে এ নিয়ে ভারতীয় দলের তরফে কোনও ধরণের অভিযোগ করা হয়নি। এ নিয়ে আম্পায়ারকেও কিছু বলতে দেখা যায়নি। কিন্তু এ নিয়ে বিভিন্ন মহলে শুরু হয়েছে জোর বিতর্ক।
এর আগে ২০১৮ সালে বল বিকৃতির অভিযোগ উঠেছিল স্টিভ স্মিথ (Steve Smith), ডেভিড ওয়ার্নার (David Warner), ক্যামেরন ব্যানক্রফটের বিরুদ্ধে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টের সময় ঘটেছিল সেই ঘটনা। ফলে তিনজনকেই এক বছরের জন্য ব্যান করা হয়েছিল। সেই কারণে গোটা ক্রিকেট মহলের কটাক্ষের মুখে পড়তে হয়েছিল ওই তিনজনকে। ভারতের বিরুদ্ধে টেস্টে সেইরকমই বল বিকৃতির অভিযোগ উঠল পেসার ব্রাইডন কার্স-এর বিরুদ্ধে।
দেখুন অন্য খবর :