স্পোর্টস ডেস্ক: সন্দেহাতীতভাবে বিশ্বের সবথেকে ধনী, প্রভাবশালী এবং শক্তিশালী ক্রিকেট বোর্ড ভারতের। এহেন বিসিসিআই-এর (BCCI) স্টোর রুম থেকে চুরি গেল ৬.৫ লক্ষ টাকার জার্সি। এই ঘটনায় ধরা পড়েছে ৪০ বছর বয়সি এক নিরাপত্তা রক্ষী।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, মুম্বইয়ের চার্চগেট এলাকায় ওয়াংখেড়ে স্টেডিয়ামের (Wankhede Stadium) পাশে বিসিসিআই-এর একটি স্টোর রুম থেকে চুরি হয়েছে আইপিএল ২০২৫-এর (IPL 2025) প্রচুর জার্সি। কোনও একটি নির্দিষ্ট দল নয়, সব দলেরই জার্সির খোয়া গিয়েছে। জানা গিয়েছে, মোট ২৬১টি জার্সি হাওয়া হয়ে গিয়েছিল ওই স্টোর রুম থেকে। এক একটি জার্সির দাম ২৫০০ টাকার মতো। সব মিলিয়ে প্রায় সাড়ে ছয় লক্ষ টাকার জিনিস।
আরও পড়ুন: কেকেআরের কোচের পদ ছাড়লেন চন্দ্রকান্ত পণ্ডিত
চুরির অভিযোগে আটক হওয়া ওই নিরাপত্তা রক্ষীর নাম ফারুক আসলাম খান। অনলাইন জুয়া খেলে প্রচুর টাকা লোকসান হয়ে গিয়েছিল তার। সেই নেশার ফেরে পড়েই জার্সি চুরি। চুরি করা জার্সি হরিয়ানার এক অনলাইন জার্সি বিক্রেতাকে বিক্রি করেছিল ফারুক। তাঁর সঙ্গে ফারুকের যোগাযোগ হয় সোশ্যাল মিডিয়ায়।
জানা গিয়েছে, চুরি হয়েছিল ১৩ জুন। কিন্তু তা মালুম হয় সম্প্রতি অডিটের সময়। অডিট করতে গিয়ে দেখা যায় গোডাউন থেকে অনেক পরিমাণ জার্সির হিসেব পাওয়া যাচ্ছে না। সঙ্গে সঙ্গে সিসিস্টিভি ফুটেজ দেখা হয় এবং সেখানেই ফারুকের অপকর্ম করার প্রমাণ মেলে। তবে এই জার্সিগুলো খেলোয়াড়দের নাকি সাধারণ দর্শকদের জন্য তা নিশ্চিত নয়। পুলিশ ওই অনলাইন জার্সি ব্যবসায়ীকে সমন পাঠালে জেরায় তিনি জানান, তাঁর জানা ছিল না সেগুলো চুরির মাল। এখন পর্যন্ত মাত্র ৫০টি জার্সি উদ্ধার হয়েছে।
দেখুন অন্য খবর: