কলকাতা: টেকনিশিয়ান ছদ্মবেশে একের পর এক হাসপাতালে ঢুকে মেডিক্যালের মূল্যবান যন্ত্রাংশ চুরি। শেষমেশ পুলিশের জালে সোনারপুরের (Sonarpur) যুবক। বাঁকুড়ার (Bankura) বিষ্ণুপুর হাসপাতালের লেপ্রোস্কোপির যন্ত্রাংশ চুরির ঘটনার তদন্ত নেমে বিষ্ণুপুর থানার পুলিশ গ্রেফতার করল সোনাপুরের (Sonarpur) যুবক সমীর মন্ডলকে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে বিভিন্ন হাসপাতাল থেকে চুরি যাওয়া সামগ্রী। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে আরও তথ্য উদ্ধারের চেষ্টা বিষ্ণুপুর (Bishnupur) পুলিশের।
আরও পড়ুন: বসিরহাটে সিভিক ভলান্টিয়ারকে বেধড়ক মারধর, ভিডিও ভাইরাল, গ্রেফতার ৩
এপ্রিল মাসে বিষ্ণুপুর হাসপাতালের অপারেশন রুম থেকে চুরি যায় লেপ্রোস্কোপির যন্ত্রাংশ। অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে বিষ্ণুপুর থানার পুলিশ। তদন্ত কমিটি গঠন করে বিভিন্ন দিক খতিয়ে দেখে বিভিন্ন টেকনোলজি কাজে লাগিয়ে বুধবার রাতে সোনারপুর থানা এলাকা থেকে পুলিশের জালে ধরা পড়ে সমীর মণ্ডল নামে এক যুবক। পুলিশ জানিয়েছে ধৃতের কাছ থেকে এমন মেডিক্যালের প্রচুর যন্ত্রাংশ উদ্ধার হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে বিষ্ণুপুর হাসপাতাল, ঝাড়্গ্রাম, ডোমকল, কান্দি, কাটোয়া এমন বিভিন্ন হাসপাতাল থেকে লেপ্রোস্কোপির বিভিন্ন যন্ত্রংশ সে চুরি করেছিল।
জানা গিয়েছেম টেকনিশিয়ান পরিচয়ে একের পর এক হাসপাতালে ঢুকে এই চুরির ঘটনা সে ঘটায়। বুধবার রাতে পুলিশি অভিযানে সোনারপুরের চৌহাটি থেকে গ্রেফতার করা হয় সমীর মণ্ডল নামে এক যুবককে। পুলিশ জানিয়েছে, মূলত লেপ্রোস্কোপির যন্ত্রাংশ চুরি সেগুলি বিক্রি করায় মূল ব্যবসা সমীরের। ধৃতকে বৃহস্পতিবার হাজির করা হচ্ছে বিষ্ণুপুর মহকুমা আদালতে। ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করছে পুলিশ। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে এই কাণ্ডে আর কেউ যুক্ত রয়েছে কিনা তা জানার চেষ্টা চালাবে পুলিশ। এই চুরির কাণ্ডে কোন পাচার চক্রের যোগ রয়েছে কিনা তাও জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
দেখুন আরও খবর: