ওয়েব ডেস্ক : গল্ফগ্রিনে এক মহিলার কাছ থেকে উদ্ধার হল ভারতের জাল নথি (Fake Documents)। ঘটনায় ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, জাল নথিপত্র নিয়ে গলফগ্রিন (Golfgreen) থানার বিক্রমগড় এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন অভিযুক্ত। তাকে বুধবার পুলিশ বিকেলে বিক্রমগড়ের ৬/এ নম্বর বাড়ির দ্বিতীয় তলা থেকে গ্রেফতার করেছে।
জানা গিয়েছে, অভিযুক্ত মহিলার নাম শান্তা পাল। বয়স ২৮। এর আগে অভিযুক্ত মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল থানায়। এর পরেই তল্লাশিতে নামে পুলিশ (Police)। বুধবার এই তল্লাশি অভিযানে অভিযুক্ত মহিলার ভাড়া থাকা বাড়ি থেকে তার নামে বাংলাদেশের নথি উদ্ধার করে পুলিশ। সেগুলির মধ্যে রয়েছে একাধিক পাসপোর্ট, রিজেন্ট এয়ারওয়েজের কর্মী পরিচয়পত্র, ঢাকা মাধ্যমিক শিক্ষা বোর্ডের অ্যাডমিট কার্ডও উদ্ধার হয়েছে। পাশাপাশি ভারতের আধার, ভোটার ও রেশন কার্ডের জাল নথি উদ্ধার হয়েছে বলে খবর। ভারতের এই নথিগুলি ভুয়ো বলেই মনে করছে পুলিশ।
আরও খবর : প্রকাশিত হতে চলেছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল!
পুলিশের প্রাথমিক অনুমান, অভিযুক্ত মহিলা ভারত (India) ও বাংলাদেশের (Bangladesh) পরিচয়পত্র ব্যবহার করে বেআইনি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকতে পারেন । এর পিছনে কোনও বড় কোনও চক্রান্ত রয়েছে কি না, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। কোথা থেকে এই জাল নথিপত্র তৈরি করা হল সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
ইতিমধ্যে নথিগুলি পরীক্ষা করে দেখছে পুলিশ। কার থেকে বা কোথা থেকে এই নথি গুলি পেয়েছেন, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিযুক্ত মহিলাকে জিজ্ঞাসাবাদ করতে পারেও বলে জানা যাচ্ছে।
দেখুন অন্য খবর :