ওয়েব ডেস্ক: পৃথিবী সৌরজগতের (Solar System) এমন এক স্থানে অবস্থিত, যেখানে প্রাণ সৃষ্টির জন্য অনুকূল পরিবেশ রয়েছে। বিজ্ঞানের পরিভাষায় একে ‘ইনহ্যাবিটেবল জোন’ (Inhabitable Zone) বলা হয়। তবে পৃথিবীর পাশাপাশি মঙ্গল গ্রহেও (Mars) রয়েছে এমন কিছু বৈশিষ্ট্য, যেগুলি প্রাণ সঞ্চারের ক্ষেত্রে অপরিহার্য। তাই মঙ্গলে প্রাণের সন্ধান চালাচ্ছে আমেরিকা, ভারত, চীন সহ একাধিক দেশ। আর এবার সেই সন্ধানে বড় সাফল্য পেলেন বিজ্ঞানীরা। কারণ, মঙ্গল গ্রহের হিমবাহ (Glaciers Of Mars) সম্পর্কে এক চমকপ্রদ তথ্য হাতে পেয়েছেন বিজ্ঞানীরা।
সাম্প্রতিক এক গবেষণায় দেখা গিয়েছে, মঙ্গলের হিমবাহগুলির ৮০ শতাংশেরও বিশুদ্ধ জলের বরফ দিয়ে গঠিত। এমনকি কিছু ক্ষেত্রে বরফ প্রায় সম্পূর্ণ বিশুদ্ধ। এই বিশুদ্ধতার মাত্রা মঙ্গলের বিভিন্ন হিমবাহ ও গোলার্ধে একরকম পাওয়া গিয়েছে। এতদিন পর্যন্ত বিজ্ঞানীরা মঙ্গলের পাহাড়ি ঢালগুলিতে ধুলোয় ঢাকা হিমবাহই বেশি দেখেছিলেন। আগের গবেষণাগুলিতে ধারণা করা হয়েছিল, এই হিমবাহগুলি মূলত শিলা এবং প্রায় ৩০ শতাংশ বরফের মিশ্রণ অথবা ধ্বংসাবশেষে ঢাকা ৮০ শতাংশের বেশি বরফের তৈরি।
আরও পড়ুন: সৌরজগতে রহস্যময় যান! নভেম্বরেই পৃথিবীতে এলিয়েন হামলা?
এখন প্রশ্ন হচ্ছে, কীভাবে করা হল এই গবেষণা? জানা গিয়েছে, মার্কিন বিজ্ঞানীরা নাসা-র মঙ্গল রিকনিসান্স অরবিটারের শ্যালো রাডার যন্ত্র ব্যবহার করে লাল গ্রহের হিমবাহগুলি পরীক্ষা করে দেখেছেন। এভাবে রাডার তরঙ্গের গতি ও ক্ষয় পরিমাপ করে বরফ ও শিলার অনুপাত নির্ধারণ করা হয়েছে। তাতে যে ফলাফল এসেছে, তাতে করে মঙ্গলের বেশিরভাগ হিমবাহ বিশুদ্ধ জলের তৈরি বলে ধারণা করা হচ্ছে।
এবার অনেকেই ভাবছেন যে, লাল গ্রহ মঙ্গলের হিমবাহের উৎপত্তি হয় কীভাবে? সাম্প্রতিক কিছু গবেষণায় ধারণা করা হচ্ছে, এই বরফ হয়তো বায়ুমণ্ডলীয় তুষারপাতের মাধ্যমে জমা হয়ে হিমবাহ তৈরি করেছে, অথবা সরাসরি ভূমিতে জমাট বেঁধে হিমবাহ তৈরি হয়েছে। বিজ্ঞানীদের মতে, মঙ্গলের ইতিহাসে হয়তো একবার বরফ যুগ এসেছিল।
দেখুন আরও খবর: