ঋতভাষ চট্টোপাধ্যায়, লাভপুর : লাভপুরে (Labpur) কুয়ে নদীর (Kue River) জল বৃদ্ধির কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্কুলের পরীক্ষা (Closed School Exams) , বিজ্ঞপ্তি দিয়ে জানালে স্কুল কর্তৃপক্ষ। লাভপুরের ঠিবা এলাকায় বন্যা পরিস্থিতি, বন্ধ হয়ে গেছে বিভিন্ন গ্রামের যাতায়াতের প্রধান রাস্তা। কুয়ে নদীর জল বৃদ্ধির কারণে। এই সমস্যার কারণে অনির্দিষ্টকালের জন্য পঞ্চম থেকে দশম শ্রেণীর ইউনিট টেস্ট পরীক্ষা আপাতত বন্ধ রাখলো লাভপুরের কুরুন্নাহার উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। স্কুলের গ্রুপে মেসেজ করে জানিয়েছে, স্কুল কর্তৃপক্ষ।
স্কুল সূত্রে খবর, পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ইউনিট টেস্ট পরীক্ষা চলছিল। বাংলা ও ইংরেজি পরীক্ষা হয়েছে । সোমবার অংক পরীক্ষা হওয়ার দিন ছিল কিন্তু তার আগে শনিবার রাত থেকে কুয়ে নদীতে ব্যাপক পরিমাণে জল বৃদ্ধির কারণে রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ হয়ে যায়। বন্যা পরিস্থিতির কারণে পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে কুরুরনাহার উচ্চ বিদ্যালয়। জল কমলে পরিস্থিতি স্বাভাবিক হলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে বলে জানা গেছে।
আরও পড়ুন- সপ্তাহের প্রথম দিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
লাগাতার টানা বৃষ্টির জেরে জল বেড়েছে কুয়ে নদীতে। বিপদ সীমার উপর দিয়ে বইছে কুয়ে নদীর জল। কুয়ে নদীর জল বাড়ায় লাভপুর ব্লকের ঠিবা অঞ্চলের কান্দরকুলো, হরিপুর, জয়চন্দ্রপুর, বলরামপুর সহ ১৫ টি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। কান্দর কুলা থেকে বাঘ সিনা যাওয়ার রাস্তা জলের তলায়। প্রশাসনের তরফে বন্ধ করে দেওয়া হয়েছে যাতায়াত। কুয়ে নদীর জল বাড়ায় কুরুন্নাহার উচ্চ বিদ্যালয়ের ইউনিট টেস্ট পরীক্ষা বাতিল করা হয়েছে। পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ইউনিট টেস্ট পরীক্ষা চলছিল। কুয়ে নদীর জল বেড়ে যাওয়ায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের যাওয়া-আসা বিপদজনক হয়ে পড়েছে। যেকোনো সময় বড় ধরনের বিপদ হয়ে যেতে পারে।
দেখুন আরও খবর-