ওয়েব ডেস্ক: সম্প্রতি ছোট বোন অর্পিতা খানের জন্মদিনের(Birthday of Arpita Khan) পার্টিতে উপস্থিত হয়েছিলেন ভাইজান সলমন খান(Bhaijan Salman Khan)। পরিবারের লোকজন ও বিশেষ বন্ধু-বান্ধব যোগ দিয়েছিলেন এই জমকালো পার্টিতে। বলিউড সুপারস্টার(Superstar) নিজের কাজ থেকে বিরতি নিয়ে নতুন স্টাইলে পার্টিতে উপস্থিত হয়েছিলেন। তার নতুন লুক(New Look) এখন আলোচনার বিষয়। পার্টিতে উপস্থিত ছিলেন ভাই সোহেল খান(Sohail Khan), আরবাজ খান(Arbaaz Khan) ও তার গর্ভবতীর স্ত্রী শুরা। এছাড়াও সোনাক্ষী সিনহা(Sonakshi Sinha), জহির খান(Zahir Khan), ববি দেওল(Bobby Deol), জেনেলিয়া(Jenelia) সহ আরো অনেকে রবিবারের চমকালো পার্টিতে অংশ নিয়েছিলেন।
আরও পড়ুন:খুশিতে চাঁদ ছুঁয়ে ফেলেছেন ‘কাভেরী আম্মা’, শাহরুখের সাফল্যে কী বললেন অভিনেত্রী?
প্রসঙ্গত কালো টি-শার্ট এবং কার্গো প্যান্ট পরে অর্পিতার পার্টিতে হাজির ছিলেন ভাইজান। সলমন পরেছিলেন স্টাইলিশ বেল্ট এবং বুট। বদলে ফেলেছেন চুলের স্টাইল(Hairstyle)। চেহারাতে ফুটিয়ে তুলেছেন তার ফিটনেসের নতুন পরিচয়।
প্রসঙ্গত, গত বছর শেষের দিকে বিষ্ণোঁই গ্যাং গ্যাংয়ের হুঁশিয়ারি জন্য নিরাপত্তা আরো জোরদার করা হয়েছিল সলমনের। তখনই গুঞ্জন উঠেছিল যে বান্দার বাড়ি বিক্রি করে দিয়েছেন সলমনের আদরের বোন অর্পিতা খান ও তার স্বামী আয়ুশ শর্মা। বিগত দিনে এই বাড়িতেই একাধিক পার্টির আয়োজন করা হয়েছে। অর্পিতা-আয়ুশের আয়োজনে এই সমস্ত পার্টিতে বিভিন্ন সময় মুম্বইয়ের তারকাদের মুখ দেখা গেছে।