কলকাতা: দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি। তার উপর আবার ডিভিসির ছাড়া জলে প্লাবন পরিস্থিতি রাজ্যের বিভিন্ন প্রান্তে। এর আগেও না জানিয়ে জল ছাড়ার কারণে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে ফের একবার সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার পরিচালিত এই সংস্থা ক্রমশ বাংলা বিরোধী হয়ে উঠছে বলে এক্স হ্যান্ডেলে তীব্র তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী।
গত কয়েকদিন ধরে কার্যত টানা বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গ জুড়ে। শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা জলমগ্ন হয়ে পড়েছিল। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ ঘাটাল ও আশেপাশের এলাকাগুলিতে গত একমাস ধরে তীব্র জলকষ্টে ভুগছে এলাকাবাসী। এরই মধ্যে ক্রমশ জল ছাড়ছে ডিভিসি। এদিন এক্স হ্যান্ডেলে, পরিসংখ্যান তুলে ধরে মমতার দাবি, ২০২৩ সালের তুলনায় ৩০ গুণ এবং ২০২৪ সালের তুলনায় ১১ গুণ জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে ডিভিসি। তার ফলে নজিরবিহীনভাবে দক্ষিণবঙ্গে জেলাগুলি বিপর্যস্ত। তাঁর কথায়, “বাংলার বাংলায় বন্যা ঘটানোর জন্য জল ছাড়ার পরিমাণ যেভাবে ক্রমাগত বাড়ছে, তা অত্যন্ত মর্মান্তিক ও উদ্বেগজনক। এর মধ্যে আমি স্পষ্টই গভীর ষড়যন্ত্র দেখতে পাচ্ছি!”
আরও পড়ুন: লোকসভায় চিফ হুইপের পদ ছাড়লেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
মমতার অভিযোগ, না জানিয়ে বারবার জল ছাড়ে ডিভিসি। নিজেদের সিদ্ধান্তমতো জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়। তার ফলে ভোগান্তির শিকার হন বাংলার বাসিন্দারা। চলতি বছরেও তার ব্যতিক্রম হয়নি বলেই দাবি। এই মর্মে ডিভিসিকে চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে তাতে কোনও লাভ হয়নি।
দেখুন খবর :