ওয়েব ডেস্ক: জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) রাজ্যের মর্যাদা পুনর্বহালের (Restore Statehood) দাবিতে করা মামলাটি আগামী ৮ অগাস্ট শুনবে সুপ্রিম কোর্ট (Supreme Court)। প্রকাশিত তালিকা অনুযায়ী, ওই দিন মামলাটির শুনানি (Hearing) নির্ধারিত হয়েছে। আবেদনটি নির্ধারিত দিনে শুনানি করার জন্য মঙ্গলবার প্রধান বিচারপতি বি আর গাভাই-এর কাছে বিশেষ অনুরোধ জানানো হয়। আদালত সেই অনুরোধ মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
উল্লেখযোগ্যভাবে, আজ ৫ আগস্ট। ঠিক ছয় বছর আগে ২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের সাংবিধানিক বিশেষ মর্যাদা প্রদানকারী ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার করা হয়েছিল। সেই সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছিল। একইসঙ্গে, ২০১৯ সালের জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন অনুযায়ী উপত্যকাটিকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়।
আরও পড়ুন: ‘উপত্যকা থেকে জঙ্গিবাদ শেষ হবে না’, কেন বললেন ফারুক আবদুল্লা?
তবে শীর্ষ আদালতে সলিসিটর জেনারেল আশ্বাস দিয়েছিলেন যে সময়মতো রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। আদালতও জানিয়েছিল, যত দ্রুত সম্ভব এই মর্যাদা পুনর্বহাল করতে হবে। যদিও কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয়নি।
মামলাকারীর অভিযোগ, নির্ধারিত সময়ের মধ্যে রাজ্যের মর্যাদা ফিরিয়ে না দেওয়া যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে ক্ষুণ্ণ করছে। যা ভারতীয় সংবিধানের মূল কাঠামোর পরিপন্থী। তাই ৮ আগস্টের শুনানিকে ঘিরে গুরুত্ব বাড়ছে রাজনৈতিক ও আইনি মহলে।
দেখুন আরও খবর: