ওয়েব ডেস্ক: ওভাল টেস্টের (Oval Test) চতুর্থ দিন কোনও থ্রিলার সিনেমার থেকে কম ছিল না। জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল মাত্র ৩৫ রান। হাতে তখনও ছিল চার উইকেট। ভারতের জয়ের সম্ভাবনা বেশি থাকলেও ইংল্যান্ডের ‘বাজবল’-এর একটা ভয় ছিলই। কিন্তু ইংরেজদের সেই সুযোগ দেননি মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ম্যাচের চতুর্থ ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ধসিয়ে দেন ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ। গোটা ম্যাচে নেন নয় উইকেট। এমনকি শেষ উইকেট নিয়ে ইংল্যান্ডের কফিনে শেষ পেরেকটাও তিনিই পুঁতে দেন।
বুমরাহীন ভারতীয় বোলিং লাইনআপকে রীতিমতো দায়িত্বের সঙ্গে নেতৃত্ব দেন সিরাজ। দাপটের সঙ্গে বোলিং করেন ওভালের সবুজ পিচে। এই আগুন পারফরম্যান্সের জেরে এবার বড় পুরষ্কার পেতে চলেছেন সিরাজ। শোনা যাচ্ছে, এবার তাঁকে ডিএসপি (DSP) থেকে এসপি (SP) বা পুলিশ সুপারের পদে পদোন্নতি (Promotion) দিতে চলেছে তেলঙ্গানা পুলিশ (Telangana Police)। এক বিশেষ সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহেই সিরাজের হাতে আসতে চলেছে এই ‘প্রমোশন লেটার’।
আরও পড়ুন: ওভালে রুদ্ধশ্বাস জয়, সিরিজ ড্র করল শুভমনের ভারত
উল্লেখ্য, এতদিন তেলঙ্গানা পুলিশের ডেপুটি পুলিশ সুপার বা ডিএসপি পদে ছিলেন মহম্মদ সিরাজ। সেভাবে ভারতের অন্যান্য ক্রিকেটারদের বিভিন্ন সরকারি এবং প্রশাসনিক পদে নিয়োগ করা হয়েছে, সেভাবেই তেলঙ্গানা রাজ্যের পুলিশ বিভাগে নিয়োগ দেওয়া হয় সিরাজকে। এবার তাতেই পদোন্নতি পেতে চলেছেন এই ভারতীয় পেসার।
প্রসঙ্গত, ইংল্যান্ডের বিরুদ্ধে গোটা সিরিজে ব্যাপক পরিশ্রম করেছেন মহম্মদ সিরাজ। ওয়ার্কলোডের জন্য যেখানে জসপ্রীত বুমরাকে সিরিজের কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে পাওয়া যায়নি, সেখানে সিরাজ এগিয়ে এসে দলের বোলারদের নেতৃত্ব দেন। সেই সঙ্গে নিজেও আগুন বোলিং করেন। বিশেষ করে সিরিজের শেষ ম্যাচে নয় উইকেট নিয়ে দলের জয়ে এবং সিরিজ ড্রয়ের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেন তিনি।
দেখুন আরও খবর: