ওয়েব ডেস্ক: অভিনেত্রী মিমি চক্রবর্তী মানেই কখনও খোলামেলা পোশাকে আগুন ধরানো ছবি। আবার কখনও সিম্পল পোশাকে রূপবতী হয়ে ওঠার মত ফটোশুট। এবার ইনস্টাগ্রামের পেজে ছবি পোস্ট করে ক্যাপশনে লিখলেন, কথা দিল রোদ্দুর, কথা বৃষ্টি। কি ছবি পোস্ট করলেন অভিনেত্রী?
অভিনেত্রী মিমি চক্রবর্তী সুযোগ পেলেই বেরিয়ে পড়েন ঘুরতে। তবে তাঁর ফটোশুটের লুক দেখে সকলেরই যেন মন ভালো হয়ে যায়। মিমি ইন্সটাগ্রামের পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। যেখানে তাকে দেখা গিয়েছে, জিন্স ও ক্রপ টপে। আর তাঁর সঙ্গে হালকা মেকআপ। মিমির এই লুকে তাঁর সুন্দরতা যেন আরও দুইগুন বাড়িয়ে তুলেছে। মিমিকে অনেকসময় খোলামেলা পোশাকে দেখা মেলে।
আরও পড়ুন: আবির-প্রিয়াঙ্কার নতুন ছবির লুক প্রকাশ্যে
বেশ কিছুদিন আগেই মিমি র নতুন লুকও সামনে এসেছে। যেখানে প্রথমবার তাকে বিকিনিতে দেখা গিয়েছে। তবে এবার যেন তার একেবারে উলাটপুরান। মিমি ধরা দিলেন সিম্পল সাজে। আর তার সঙ্গে গান , তারই অভিনয় করা সিনেমা শুধু তোমারই জন্য – র গান কথা দিল রোদ্দুর, কথা দিল বৃষ্টি। আর সেই সঙ্গে মিলিয়ে লিখলেন ক্যাপশনও। তার এই পোস্ট দেখে অনুরাগীরা ভালোবাসা ছড়িয়ে দিয়েছেন।
দেখুন খবর: