ওয়েব ডেস্ক: ১৭ দিনে ভারতের বক্স অফিসে আলোড়ন ফেলেছে ‘মহাবতার নরসিংহ’ (Mahavatar Narsimha)। পরিচালক অশ্বিন কুমারের ছবি ‘মহাবতার নরসিংহ’ প্রতিদিনই নতুন ইতিহাস তৈরি করছে। বক্স অফিসে এই ছবি প্রচুর আয় করছে। আয়ের দিক থেকে এই ছবি অনেক বড় বড় ছবিকে পিছনে ফেলে দিয়েছে। দর্শকরা ছবিটিকে খুব পছন্দ করছেন। এই ছবিটি তার বাজেটের থেকে বহুগুণ বেশি আয় করেছে।
মহাবতার নরসিংহ (Mahavatar Narsimha) ২৫ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এই ছবির হিন্দি সংস্করণ প্রচুর অর্থ আয় করছে। দর্শকরা ছবিটিকে খুব পছন্দ করছেন। এই ছবিটি তার বাজেটের থেকে বহুগুণ বেশি আয় করেছে। দক্ষিণ ভারতের এই অ্যানিমেটেড বিস্ময় এখন শুধু ছবি নয়, একটা বিপ্লব। বক্স অফিসের সব হিসেব উল্টে, ‘মহাবতার নরসিংহ’ এখন ইতিহাস লিখছে। এই অ্যানিমেটেড ছবির শুরুটা হয়েছিল নীরবে, এখন প্রতিদিনই গর্জে উঠছে! শুধু দেশ নয়, এই ছবির জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে বিদেশেও। দর্শকরা বলছেন, ‘এটা শুধু দেখার নয়, অনুভব করার ছবি।’ ছবিটি শুরুতেই যে খুব প্রভাব ফেলেছিল, তা নয়। যত দিন গড়িয়েছে তত বক্স-অফিসে ছবির আয় লাফিয়ে লাফিয়ে বেড়েছে। প্রথম দিন ১.৭৫ কোটি আয় করেছিল ছবিটি। প্রথম ১৪ দিনে পৌঁছে যায় ১১৮ কোটি টাকায়।এখন এই ছবি থেকে মোট আয় ১৬৮.৬৫ কোটি টাকা। সাকনিল্কের মতে, ১৬ দিনে বিশ্বব্যাপী ছবিটি থেকে আয় হয়েছে ১৮২.৭৫ কোটি টাকা। এই সপ্তাহান্তে ছবিটি ছাপিয়ে গিয়েছে ‘পুষ্পা ২’-এর টিকিট বিক্রির রেকর্ডও। এতদিন ‘পুষ্পা ২’ সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ডের মালিক ছিল। এক কথায়, ‘মহাবতার নরসিংহ’ এখন তৃতীয় সপ্তাহান্তে সর্বোচ্চ টিকিট বিক্রির শীর্ষে।
আরও পড়ুন: ১৪ অগাস্ট নয়া চমক দিতে চলেছেন শিবু-নন্দিতা
অন্য খবর দেখুন