কলকাতা: রাজ্যের সমস্ত মাল্টিপ্লেক্সে প্রতিদিন একটি করে বাংলা সিনেমা (Bengali Films Mandatory) দেখানো বাধ্যতামূলক করল রাজ্য সরকার। সারা বছর ধরেই তা করে যেতে হবে। ‘প্রাইম টাইমে’ অন্তত একটি বাংলা ছবি দেখাতেই হবে বলে নির্দেশিকা জারি করল নবান্ন। বুধবার রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিষয়ক দফতর থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। বলা হয়েছে, ‘‘রাজ্যের সব সিনেমাহল এবং মাল্টিপ্লেক্সের সমস্ত স্ক্রিনে সাড়া বছর ধরেই প্রাইম টাইমে অন্তত একটি বাংলা ছবি দেখাতেই হবে।’’ রাজ্য সরকার জানিয়েছে, প্রাইম টাইম বলতে বোঝায় দুপুর ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত। অর্থাৎ, ওই সময়ের মধ্যে অন্তত একটি বাংলা ছবি দেখানো বাধ্যতামূলক।
দেশের বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের উপরে নিগ্রহের অভিযোগে আলোড়ন চলছেই। এ নিয়ে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলনেত্রী মমতার নির্দেশে ‘ভাষা আন্দোলন’ কর্মসূচিও নিয়েছে তৃণমূল। ষশুধু তাই নয় গত কয়েক বছর ধরেই রাজ্যের একাধিক সিঙ্গল স্ক্রিন মাল্টিপ্লেক্সে একটা অদৃশ্য চাপ কাজ করছে। অভিযোগ উঠেছে, কিছু হিন্দি ছবির ডিস্ট্রিবিউটররা হলমালিকদের কাছে আসছে কঠিন শর্ত—চারটে শো, সবই হিন্দি ছবির। বাংলা ছবির সঙ্গে শো ভাগ করা চলবে না। কোণঠাসা বাংলা সিনেমা! এনিয়ে চলিপাড়ার অভিনেতা-পরিচালকরা মুখ্য়মন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন। চিঠি পাওয়ার পর মন্ত্রী অরূপ বিশ্বাস এক জরুরি বৈঠকে বসেছিলেন প্রসেনজিৎ, দেব-সৃজিতরা। এরপরই বুধবার নবান্ন নির্দেশিকা জারি করে জানিয়েছে, রাজ্যের সব সিনেমাহল এবং মাল্টিপ্লেক্সের সমস্ত স্ক্রিনে ৩৬৫ দিন ধরেই প্রাইম টাইমে অন্তত একটি বাংলা ছবি দেখাতেই হবে। ১৯৫৪ সালের পশ্চিমবঙ্গ চলচ্চিত্র আইন মেনে এই নির্দেশিকা জারি হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইন সংশোধন করা হবে বলেও জানিয়েছে রাজ্য সরকার।
আরও পড়ুন: দিশার রূপ দেখে ঘায়েল অনুরাগীরা
দেখুন ভিডিও