কলকাতা: মর্মান্তিক পথ দুর্ঘটনা সল্টলেকে নতুন ব্রিজে। চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু হল এক বাইক আরোহীর। আগুনে ঝলসে মৃত এক ডেলিভারি বয়ের। আহত ওই চার চাকা গাড়িতে থেকে তিনজন। পুলিশ সূত্রে খবর, সল্টলেকে নিউ ব্রিজে চলন্ত গাড়িতে আগুন লেগে যায় আচমকাই। আগুন লাগার পর ব্রিজের রেলিংয়ে ধাক্কা দেয় গাড়িটি। মাঝে আটকে পড়েন বাইক আরোহী ফুড ডেলিভারি বয়। গাড়ি থেকে আগুন ছড়িয়ে পড়ে বাইকে। গাড়ি ও রেলিংয়ের ফাঁকে আটকে পড়ে পুড়ে মৃত্যু হয় ওই বাইক আরোহীর। জানা গিয়েছ মৃতের নাম রাহুল মণ্ডল। তিনি বাসন্তীর বাসিন্দা।দমকল গাড়ি দেরি করে আসার কারণে গাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ ও দমকলকে ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা। পুলিশকে লক্ষ্য করে ইট ও পাথর ছোড়ে ঘটনার পরই পুলিশ ও দমকলের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা।
সূত্রের খবর, বুধবার কেষ্টপুর এর দিক থেকে একটি চার চাকা গাড়ি সল্টলেকে ঢুকছিল, অন্যদিকে আরও একটি চার চাকা গাড়ি সল্টলেকে ওই নতুন ব্রিজ সিগনাল থেকে ইস্ট থানার দিকে যাওয়ার সময় ওই দুটি গাড়ির মধ্যে ধাক্কা লাগে। ধাক্কা লাগার পর যে চার গাড়িটিতে আগুন লেগে যায় সেটি রেলিং এ গিয়ে ধাক্কা মারে সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। গাড়িতে থাকা সবাই বেরিয়ে আসে আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই দুর্ঘটনার সময় এক ডেলিভারি বয় বাইক নিয়ে ওই দুর্ঘটনার মধ্যে পড়ে যায়। সেখান থেকে কোন ভাবে পালাতে গেলে রেলিং এর তার প্যান্ট আটকে যায় এবং তার গায়ে আগুন লেগে যায়। যার ফলে তার মৃত্যু হয়েছে বলে এমনটাই পুলিশ সূত্রে খবর। ঘটনার পরই পুলিশ ও দমকলের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পুলিশের সামনেই গোটা ঘটনা ঘটেছে বলে দাবি জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ ও দমকলকে ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা। পুলিশকে লক্ষ্য করে ইট ও পাথর ছোড়ে উন্মত্ত জনতা। পরিস্থিতি সামাল দিতে পালটা কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ।
আরও পড়ুন: নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে প্রথম গ্রেফতার
উত্তেজিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, খবর দেওয়ার বেশ কিছুটা পর দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। তাই দমকল কর্মীদের লক্ষ্য করে উত্তেজিত জনতা ইটবৃষ্টিও করে। পুলিশের বিরুদ্ধে উঠেছে গাফিলতির অভিযোগ। প্রতিবাদে পুলিশকে লক্ষ্য করে ইট ও পাথর ছোড়ে বলেই অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে পালটা পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটায়। কীভাবে ওই চারচাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারাল, তা এখনও স্পষ্ট নয়।
অন্য খবর দেখুন