Saturday, October 11, 2025
HomeScrollহাওড়ার পর এবার কৃষ্ণনগরেও দেখা গেল লক্ষ্মীপুজোর শোভাযাত্রা
Laxmi Puja Carnival

হাওড়ার পর এবার কৃষ্ণনগরেও দেখা গেল লক্ষ্মীপুজোর শোভাযাত্রা

সুষ্ঠুভাবেই সম্পন্ন লক্ষ্মী পুজোর শোভাযাত্রা

নদীয়া: কোজাগরী লক্ষ্মীপুজোর (Laxmi Puja) পর দিন কৃষ্ণনগরে (Krishnanagar) অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী লক্ষ্মীপুজো শোভাযাত্রা (Laxmi Puja Carnival)। শহরের বিভিন্ন বারোয়ারি ও পুজো মণ্ডপ অংশ নেয় এই শোভাযাত্রায়, যা শেষে জলঙ্গি নদীর উদ্দেশ্যে রওনা হয় (District News)।

পুরো অনুষ্ঠানটি কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। শহরের বিভিন্ন এলাকায় মোতায়েন ছিল পুলিশ বাহিনী, যাতে ভিড় নিয়ন্ত্রণ ও যান চলাচল নির্বিঘ্ন থাকে। উৎসবমুখর পরিবেশে ভক্তদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে কৃষ্ণনগর শহর।

আরও পড়ুন: শান্তিপুরে সরকারি জায়গা দখল করে অবৈধ নির্মাণ! এলাকাবাসীর তৎপরতায় বন্ধ কাজ

এদিন সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় বাজতে থাকে ঢাক ও কাঁসর। পাড়ায় পাড়ায় বাজি ও আলোর ঝলকে উৎসবের আবহে ভরে ওঠে কৃষ্ণনগর। বিভিন্ন বারোয়ারি পুজো কমিটি নিজেদের প্রতিমাকে আলোকসজ্জা, ফুলের মালা ও থিমভিত্তিক সাজে সজ্জিত করে শোভাযাত্রায় অংশ নেয়।

শোভাযাত্রার মূল আকর্ষণ ছিল বিভিন্ন এলাকার প্রতিমা একত্রে শহর পরিক্রমা করা। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে ও চৌরাস্তায় দাঁড়িয়ে মানুষ উপভোগ করেন সেই দৃশ্য। প্রশাসনের পক্ষ থেকেও যানচলাচল নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়, যাতে সাধারণ মানুষের কোনও অসুবিধা না হয়।

পুজো উদ্যোক্তারা জানান, প্রতিবছরই কৃষ্ণনগরে কোজাগরী লক্ষ্মীপুজোর পর এই শোভাযাত্রা শহরের ঐতিহ্য বহন করে চলেছে। ধর্মীয় অনুষ্ঠান হলেও এটি এখন এক সামাজিক উৎসবের রূপ নিয়েছে, যেখানে সকলে মিলেমিশে অংশগ্রহণ করেন ভক্তি ও আনন্দে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News