ওয়েব ডেস্ক : দেড় বছর পর ডার্বিতে মোহনবাগানকে (Mohun Bagan) হারাল ইস্টবেঙ্গল (East Bengal)। ২-১ গোলে সবুজ-মেরুণকে হারিয়া ডুরান্ড কাপের (Durand Cup) সেমিফালে উঠলেন দিমিত্রিয়স দিয়ামানতাকোস-রা। সেমিফাইনালে ইস্ট-বেঙ্গলের বিরুদ্ধে খেলবে ডায়মন্ড হারবার। তবে আজকের এই জয়ের ফলে বহু দিন পর ডার্বি জয়ের আনন্দে মাতলেন লাল-হলুদ সমর্থকরা।
আজকের ম্যাচে প্রথম থেকেই মাঠের দখল নিয়ে রেখেছিলেন ইস্টবেঙ্গল (East Bengal) কোচ অস্কার ব্রুজো-র ছেলেরা। কোচ আগেই কথা দিয়েছিলেন এবারের ডার্বি ভালো খেলবে তাঁর দল। সেই মতো চমক দেখালেন লাল-হলুদ খেলোয়াড়রা। রবিবার খেলার শুরু থেকেই মাঠের দখল নিয়ে রেখেছিলেন মহেশ নাওরেম সিংহ, মিগুয়েলরা। ছোট ছোট পাসে চাপ তৈরি করেছিলেন সবুজ-মেরুণের খেলোয়াড়দের উপর। লাল-হলুদের প্লেয়াররা মাঠের দখল এমন নিয়ে রেখেছিলেন যে, প্রথম ২০ মিনিট বল নিজেদের দখলেই রেখেছিলেন ব্রুজো-র ছেলেরা।
আরও খবর : বাগদানের পরেই ধাক্কা! গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট থেকে বাদ শচীনপুত্র!
তবে ১৫ মিনটের মাথায় চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল ইস্টবেঙ্গলের (East Bengal) স্ট্রাইকার হামিদ আহদাদকে। এর পরে একপ্রকার বাধ্য হয়েই দিমিত্রিয়স দিয়ামানতাকোস (Dimitrios Diamantakos)-কে নামান কোচ ব্রুজো। ৩৫ মিনিটের মাথায় বিপিনকে বক্সের মধ্যে ফাউল করে বসেন আশিস রাই। যার ফলে ইস্টবেঙ্গলের কাছে সুযোগ তৈরি হয়। সেই সুযোগকে কাজে লাগিয়ে বল জালে জড়িয়ে দেন দিয়ামানতাকোস। প্রথমার্ধের শেষে সবুজ-মেরুণের আপুইয়া শট মেরেছিলেন। তবে তা পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।
এর পর দ্বিতীয়ার্ধে খেলা যখন ৫২ মিনিটে পৌঁছয়, তখন সবুজ-মেরুণের বক্সে সুন্দরভাবে বল তুলে আনে ইস্টবেঙ্গল। তার পরেই দিয়ামানতাকোস দ্বিতীয় গোল করে এগিয়ে দেন লাল হলুদ ব্রিগেডকে। এক সময় দেখে মনেই হচ্ছিল আরামসে এই ম্যাচ ২-০ গোলে জিতে যাবে ইস্টবেঙ্গল। তবে দিমিত্রি পেত্রাতোস, দীপক টাংরিদের নামিয়ে দেন মহোনবাগানের কোচ হোসে মোলিনা। ৬৫ মিনিটের পর থেকে অল আউট অ্যাটাকে নামে মোহনবাগান (Mohun Bagan)। সেই আক্রমণের কাছে কিছুটা রক্ষাণাত্মক হয়ে পড়েছিল ইস্টবেঙ্গল। এর পর ৬৮ মিনিটের মাথায় কর্নার থেকে ফিরতি বলে শট মেরে বল জালে জড়িয়ে দেন থাপা। ফলে ২-১ হয় স্কোর। কিন্তু তার পরেও পর পর আক্রমণ করে গেলেও কোনও লাভ হয়নি মোহনবাগানের। শেষমেষ দেড় বছর পর ডার্বিতে জিতে মাঠ ছাড়েন ইস্টবেঙ্গরে খেলোয়াড়রা। এই জয়ে বহু সময় পর আনন্দের স্বাদ পেলেন লাল-হলুদ সমর্থকরা।
দেখুন অন্য খবর :