ওয়েবডেস্ক- ভারতে চালু হল রিয়েল টাইম বৈদেশিক মুদ্রা সেটলমেন্ট (Real-time foreign exchange settlement) ব্যবস্থা ব্যবস্থা। ভারতে (India) বৈদেশিক মুদ্রার লেনদেনের (Foreign Exchange Transactions) ঝুঁকি কমাতে আরও তৎপর হল কেন্দ্র সরকার। বাণিজ্যিক সেটলমেন্টে সময় ও খরচ কমবে। বিনিয়োগকারীদের আস্থা আরও বাড়বে বলে আশা।
তাৎক্ষণিক মুদ্রা বিনিময় ব্যবস্থার উদ্বোধন করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Union Finance Minister Nirmala Sitharaman) । গুজরাতের (Gujrat) মিলছে ফরেন কারেন্সি সেটেলমেন্ট সিস্টেম। এর ফলে বিদেশি মুদ্রা বিনিময় হবে খুবই কম সময়ে।
আগে IFSC ব্যাংকিং ইউনিট (IBU)-এর মধ্যে বৈদেশিক মুদ্রার অর্থ প্রদান অন্যান্য দেশের ব্যাঙ্কের মাধ্যমে করতে হত। সেই প্রক্রিয়া সম্পন্ন হতে ৩৬ থেকে ৪৮ ঘন্টা সময় লাগত।
উল্লেখ্য, রিয়েল টাইম বৈদেশিক মুদ্রা সেটলমেন্ট (Real-Time Foreign Exchange Settlement) ব্যবস্থা চালু করা হল। রিয়েল টাইম বৈদেশিক মুদ্রা সেটেলমেন্ট ব্যবস্থা’ অর্থাৎ রিয়েল-টাইম গ্রস সেটেলমেন্ট (RTGS) সিস্টেম। যা এক ব্যাংক থেকে অন্য ব্যাঙ্কে বৈদেশিক মুদ্রার লেনদেন সঙ্গে সঙ্গেই করা সম্ভব হয়। প্রতিটি লেনদেন আলাদাভাবে নিষ্পত্তি করা হয়, একবার সম্পন্ন হলে তা আর পরিবর্তন করা যায় না।
এটি বৈদেশিক মুদ্রার লেনদেন আরও নিরাপদ, সুরক্ষিত করবে। রিয়েল টাইম বৈদেশিক মুদ্রা সেটলমেন্ট ব্যবস্থা ভারতে এক নতুন যুগের সূচনা করবে।
বৈদেশিক মুদ্রা সেটলমেন্ট ব্যবস্থা চালুর ফলে কী সুবিধা হবে-
১) ঝুঁকি কমবে- রিয়েল টাইম সেটেলমেন্ট বৈদেশিক মুদ্রার লেনদেনে ঝুঁকি হ্রাস পাবে। কারণ লেনদেনগুলির তাৎক্ষণিক নিষ্পত্তি হবে।
২) দ্রুত হবে- এই ব্যবস্থা লেনদেনের প্রক্রিয়াকে আরও দ্রুত করবে। যা সামগ্রিক আর্থিক লেনদেনকে আরও দক্ষ করে তুলবে।
৩) নয়া যুগের সূচনা- এই নয়া লেনদেন ব্যবস্থায় নয়া যুগের সূচনা। এটি ভারতের বৈদেশিক মুদ্রা বাজারকে আরও আধুনিকীকরণ করে তুলবে। যা আর্থিক লেনদেনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যা আর্থিক ব্যবস্থার একটি নয়া যুগ উন্মোচন করবে।
৪) দ্রুত হবে- আর্থিক লেনদেনের এই পদ্ধতি লেনদেনে প্রচলিত পদ্ধতির চেয়ে দ্রুত হবে। এই লেনদেনের সময়সীমাকে উল্লেখযোগ্য কমিয়ে আনবে।
৫) আন্তর্জাতিক বাজার শক্তিশালী- এই উদ্যোগটি বৈদেশিক মুদ্রার রিজার্ভের স্থিতিশীলতা ধরে রাখবে। আন্তর্জাতিক বাজারে ভারতের অবস্থানকে শক্তিশালী করতে সাহায্য করবে। বৈদেশিক মুদ্রার লেনদেনের নিরাপত্তা এবং স্বচ্ছতা নিশ্চিত করবে।
দেখুন ভিডিও-