কলকাতা: খুনের দায়ে দোষী সাব্যস্ত। প্রায় চোদ্দ বছর কারাগারের অন্তরালে। এইচআইভি রোগে আক্রান্ত অভিযুক্তর শারীরিক কারণে জামিন মঞ্জুর কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। খুনের দায়ে দোষী সাব্যস্ত। সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন। শনিবার বিচারপতি রাজশেখর মান্থা ও বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের বেঞ্চ এইচআইভি (HIV) রোগে আক্রান্তের জামিন (Bail for HIV accused) মঞ্জুর করল।
মামলার শুনানিতে বিচারপতি রাজশেখর মান্থা বলেন, ১৪ বছরেরও বেশি সময় ধরে সাজার স্থগিতাদেশের আপিল বিচারাধীন। ১৪ বছর ধরে সংশোধনাগারে আবেদনকারী। এইচআইভি রোগে আক্রান্ত আবেদনকারী । এমত অবস্থায় তার সাংবিধানিক অধিকার রয়েছে কারা মুক্তজীবনে ফিরে যাওয়া। এরপরই HIV আক্রান্ত আবেদনকারীর জামিন মঞ্জুর করল আদালত। আদালতের নির্দেশ, ১০,০০০ টাকা বন্ড এবং দুজন স্থানীয় জামিনদার সহ জামিন জঞ্জুর করেছে। আইনজীবী মহলের মতে এইচ আই ভি, ক্যান্সার এই ধরনের রোগে আক্রান্ত দোষীদের ক্ষেত্রে আদালত মানবিক অবস্থান গ্রহণ করে।
আরও পড়ুন: নিয়ম না মানলে BLO-দের শোকজ, কড়া নির্দেশ কমিশনের
দেখুন ভিডিও







