Thursday, November 20, 2025
HomeScrollগোয়ায় ছুটির মেজাজে প্রিয়াঙ্কা
Priyanka Chopra

গোয়ায় ছুটির মেজাজে প্রিয়াঙ্কা

গোয়ার একগুচ্ছ ছবি এবং স্মৃতি শেয়ার করলেন দেশি গার্ল

ওয়েব ডেস্ক: রাজামৌলির ছবি ‘বারাণসী’র হাত ধরে পুনরায় ভারতীয় ছবিতে কামব্যাক করতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। ব্যস্ত সময়সূচীও তাকে তার প্রিয়জনদের সঙ্গে বিশেষ মুহূর্ত কাটালেন গোয়াতে (Goa)। গোয়াকে নিজেই বিশ্বের অন্যতম প্রিয় শহর বলে উল্লেখ করেছেন। সেই মুহূর্ত স্যোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন।

ছোট বিরতি নিয়ে তার পরিবারের সঙ্গে গোয়ায় গেছেন প্রিয়াঙ্কা। আমেরিকা থেকে ভারতে ফেরার পর থেকেই তাঁর সময়সূচি ছিল অত্যন্ত ব্যস্ত— কাজ, ইভেন্ট, প্রচার, ব্যক্তিগত প্রতিশ্রুতি— সব মিলিয়ে দিনগুলো কেটেছে দৌড়ের উপর। সেই ব্যস্ততার ফাঁকেই তিনি কয়েকটা শান্ত, নিরিবিলি দিন কাটানোর জন্য পাড়ি দিয়েছিলেন গোয়ায়। গোয়াকে তিনি নিজেই বিশ্বের অন্যতম প্রিয় শহর বলে উল্লেখ করেছেন। সোশ্যাল মিডিয়ায় ঘুরতে যাওয়ার কিছু ঝলক শেয়ার করেছেন। মঙ্গলবার ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি, যাকে তিনি নাম দিয়েছেন তাঁর ‘হিলিং ডেজ’।

আরও পড়ুন: ছোট্ট পা, ছেলেকে প্রকাশ্যে আনলেন রাঘব-পরিণীতি

প্রিয়াঙ্কা সমুদ্রের ধারে রিল্যাক্স করতে তো কখনও পরিবারের সঙ্গে সময় কাটাতে, তো কখনও উষ্ণ রোদে সান কিস ছবিতে পোজ দিতে দেখা গিয়েছে। তাঁর পোস্ট করা ছবিগুলিতে দেখা যায় বিশাল বাড়ি, চারপাশের সবুজ, আর সমুদ্রের লাগোয়া প্রাইভেট বিচের মনোরম দৃশ্য। সেই সৈকতে বসে রোদ পোহানো, ঢেউয়ের শব্দে ডুবে থাকা ছবিতে প্রিয়াঙ্কা এক্কেবারে ক্যাজুয়াল ড্রেসে ধরা দিয়েছেন। কখনও তাকে বন্ধু ও পরিবারের সঙ্গে ক্যারাম খেলতে দেখা গেছে।

 

View this post on Instagram

 

A post shared by Priyanka (@priyankachopra)

 অন্য খবর দেখুন

Read More

Latest News