Sunday, November 23, 2025
HomeScrollনীতীশের নতুন মন্ত্রিসভায় কে কোন পদ পেলেন? দেখুন তালিকা
Bihar Cabinet 2025

নীতীশের নতুন মন্ত্রিসভায় কে কোন পদ পেলেন? দেখুন তালিকা

একজোড়া উপমুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্র দফতর বিজেপির হাতে! সরকারে নীতীশের প্রাধান্য কতটা?

ওয়েব ডেস্ক: বিহারের মুখ্যমন্ত্রী (Bihar CM) হিসেবে দশমবারের জন্য নীতীশ কুমার (Nitish Kumar) শপথ নিলেও এবার আসন সংখ্যার নিরিখে বিজেপি (BJP) বিহারের এক নম্বর দল। তাই নীতীশকে মুখ্যমন্ত্রীত্ব দিলেও একজোড়া উপমুখ্যমন্ত্রী হয়েছেন পদ্ম শিবিরের তরফে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, স্বরাষ্ট্র দফতরও নিজেদের হাতে রেখেছে বিজেপি। বেশিরভাগ জোট সরকারের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী নিজের হাতে স্বরাষ্ট্র দফতর রাখেন, কিন্তু এবারের নীতীশ সরকারের ছবি দেখে বোঝাই যাচ্ছে, সরকারে বিজেপির প্রভাব বেশি থাকবে।

একনজরে দেখে নিন, বিহারে নীতীশের মন্ত্রিসভায় (Bihar Cabinet 2025) কে কোন দফতর পেলেন –

আরও পড়ুন: 

জেডি (ইউ)

  • নীতীশ কুমার – মুখ্যমন্ত্রী, সাধারণ প্রশাসন, মন্ত্রিসভা সচিবালয় এবং নজরদারি দফতর।
  • বিজেন্দ্র প্রসাদ যাদব – অর্থ, শক্তি, পরিকল্পনা ও উন্নয়ন, খাদ্য ও ক্রেতাসুরক্ষা দফতর
  • বিজয় চৌধুরি – আবাসন, জলসম্পদ এবং পরিষদীয় দফতর
  • শ্রোয়ান কুমার – গ্রামোন্নয়ন এবং পূর্ত দফতর
  • অশোক চৌধুরি – গ্রামোন্নয়ন
  • মদন সাহানী – পঞ্চায়েতি রাজ, সামাজিক উন্নয়ন
  • সুনীল কুমার – শিক্ষা
  • লেসি সিং – খাদ্য ও ক্রেতা সুরক্ষা
  • মহম্মদ জামা খান – সংখ্যালঘু উন্নয়ন

বিজেপি

  • সম্রাট চৌধুরি – উপমুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্র দফতর
  • বিজয় কুমার সিনহা – উপমুখ্যমন্ত্রী, রাজস্ব ও ভূমি সংস্কার, খনি ও ভূতত্ত্ব
  • মঙ্গল পাণ্ডে – স্বাস্থ্য, আইন
  • রামকৃপাল যাদব – কৃষি
  • দিলীপ জয়সওয়াল – শিল্প ও বাণিজ্য
  • শ্রেয়সী সিংহ – ক্রীড়া এবং তথ্যপ্রযুক্তি
  • নীতিন নবীণ – সড়ক নির্মাণ, আবাসন এবং নগরোন্নয়ন
  • রমা নিষাদ – অনগ্রসর ও অতি-অনগ্রসর শ্রেণী কল্যাণ
  • লক্ষেন্দ্র রোশন – তফশিলি জাতি ও তফশিলি উপজাতি কল্যাণ
  • প্রমোদ চন্দ্র বংশী – পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং সহযোগিতা
  • সঞ্জয় সিং টাইগার – শ্রম সম্পদ
  • অরুণ শঙ্কর প্রসাদ – পর্যটন, শিল্প, সংস্কৃতি ও যুব
  • সুরেন্দ্র মেহতা – পশু ও মৎস্য সম্পদ
  • নারায়ণ প্রসাদ – বিপর্যয় মোকাবিলা

আরএলএম

  • দীপক প্রকাশ – পঞ্চায়েতি রাজ দফতর

হাম (এস)

  • সন্তোষ সুমন – ক্ষুদ্র জলসম্পদ দফতর

দেখুন আরও খবর:

Read More

Latest News