ওয়েবডেস্ক- এসআইআর (SIR) নিয়ে ভোটমুখী রাজ্যগুলিতে বিভ্রান্তিতে অব্যাহত। কোথাও বিএলও’র (BLO) মৃত্যু, কোথাও মানসিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি খবর আসছে। এই সোচ্চার হয়েছে তামিলনাড়ু (Tamilnadu), কেরল (Kerala) ও পশ্চিমবঙ্গ (West Bengal)। এত তাড়াহুড়ো করে কেন কমিশন এসআইআর করাচ্ছে এত কম সময়ের মধ্যেই তা নিয়ে প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মামলা আদালত পর্যন্ত উঠেছে। নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তামিলনাড়ুর শাসকদল ডিএমকে। পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূলও SIR-এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে শীর্ষ আদালতে যায়। পাশাপাশি কেরল সরকার এসআইআর-এর কাজ পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়।
আজকে সুপ্রিম মামলার শুনানিতে প্রধান বিচারপতির সূর্যকান্ত জানিয়ে দেন তামিলনাড়ু সংক্রান্ত রিপোর্ট জাতীয় নির্বাচন কমিশনকে ১ ডিসেম্বরে এর আগে জমা করতে হবে। জবাবই হলফনামা জমা দিতে হবে ৩ ডিসেম্বরের মধ্যে। ৪ ডিসেম্বর তামিলনাড়ু মামলার শুনানি। কেরলে সংক্রান্ত মামলার রিপোর্ট সোমবারের মধ্যে জমা দিতে হবে। ২ দিনের মধ্যে জমা দেবে জবাবি হলফনামা। কেরালা রাজ্য নির্বাচন কমিশনকে ১ ডিসেম্বরের মধ্যে রিপোর্ট দিতে হবে। মামলার শুনানি ২ ডিসেম্বর। পশ্চিমবঙ্গের মামলা সংক্রান্ত রিপোর্ট ইতিমধ্যে জমা পড়েছে। জানাল জাতীয় নির্বাচন কমিশন।
আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি বলেন, রোজ বিএলও’রা আত্মহত্যা করছে। রাজ্য এবং জাতীয় নির্বাচন কমিশনের মধ্যে বিরোধ চলছে। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ২৩ জন বিএলও ইতিমধ্যে মারা গেছে কাজের চাপে।
প্রধান বিচারপতির সূর্যকান্ত সওয়াল জবাব শুনে বলেন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে জবাবি হাফনামা জমা দেবে ১ ডিসেম্বর। রাজ্যকেও রিপোর্ট জমা দিতে হবে।
সুপ্রিম কোর্টে SIR মামলায় প্রধান বিচারপতি জানিয়েছেন, তামিলনাড়ুর মামলা সোমবার শোনা হবে। কেরালার মামলাটি স্থানীয় নির্বাচন নিয়ে। আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন, কেরালার রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে তাদের এতে কোনও অসুবিধা নেই। বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল, বিএলওদের নভেম্বর পর্যন্ত পঞ্চাশটি ফর্ম আপলোড করতে হবে ৪ নভেম্বরের পর তারা দশটি করে ফর্ম আপলোড করতে পারবে। চৌঠা নভেম্বর এরপর ৫০টি করে আপলোড করতে আপত্তি কোথায়? প্রধান বিচারপতির সূর্যকান্ত জানিয়েছেন, আমরা এসআইআর পদ্ধতি সঠিক ভাবে হচ্ছে কিনা সে বিষয়ে লক্ষ্য রাখব।
আরও পড়ুন- দিল্লির বাতাসের মান এখনও উদ্বেগজনক, দমবন্ধ পরিস্থিতি রাজধানীতে
আইনজীবী প্রশান্ত ভূষণ বলেন,বিএলওদের ওপর এত চাপ পড়ছে। তারা অনেকে আত্মহত্যা করছেন। আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন, আবেদনের কোথাও আত্মহত্যার উল্লেখ নেই।
প্রধান বিচারপতির সূর্যকান্ত প্রশ্ন করেন, তামিলনাড়ুর মামলায় কবে আপনারা রিপোর্ট জমা দেবেন জাতীয় নির্বাচন কমিশন। আইনজীবী রাকেশ দ্বিবেদী জানান, সোমবার জমা দেব।
প্রধান বিচারপতির সূর্যকান্ত-এর নির্দেশ তামিলনাড়ু সংক্রান্ত রিপোর্ট জাতীয় নির্বাচন কমিশনকে ১ ডিসেম্বরের আগে জমা করতে হবে। জবাবই হলফনামা জমা দিতে হবে ৩ ডিসেম্বরের মধ্যে। ৪ ডিসেম্বর তামিলনাড়ু মামলার শুনানি। কেরল সংক্রান্ত মামলার রিপোর্ট সোমবারের মধ্যে জমা দিতে হবে। ২দিনের মধ্যে জমা দেবে জবাবি হলফনামা। কেরালা রাজ্য নির্বাচন কমিশনকে ১ ডিসেম্বরের মধ্যে রিপোর্ট দিতে হবে। পশ্চিমবঙ্গের মামলা সংক্রান্ত রিপোর্ট ইতিমধ্যে জমা পড়েছে। জানাল জাতীয় নির্বাচন কমিশন।
দেখুন আরও খবর-







