ওয়েব ডেস্ক: আজকের দিনটি (Aajker Din) প্রেম, সম্পর্ক, কাজ ও ব্যক্তিগত অনুভূতির নানা ওঠানামায় ভরপুর হতে চলেছে। আপনার রাশি (Rashifal) অনুযায়ী দেখে নিন দিনটি কেমন কাটতে পারে (Horoscope Today)।
মেষ: আজ অনুভূতি প্রকাশের দিন। সঙ্গীর সমর্থনকে সম্মান দিন, সম্পর্কে মিলবে উষ্ণতা।
বৃষ: পরিবার ও প্রিয়জনদের সঙ্গে ভালো সময় কাটবে। তবে অকারণ দ্বন্দ্বে না জড়ানোই ভালো।
মিথুন: ভালোবাসা ও সম্প্রীতির নতুন অনুভূতি আসবে। সম্পর্ক আরও দৃঢ় হতে পারে।
আরও পড়ুন: ২০২৬, প্রেমে ভুল বোঝাবুঝি, হতে পারে ব্রেক আপ
কর্কট: ব্যক্তিগত জীবনে কিছু জটিলতা দেখা দিতে পারে। ধৈর্য ও স্পষ্ট যোগাযোগ প্রয়োজন।
সিংহ: মনমুগ্ধকর নারীসঙ্গ পাওয়ার সম্ভাবনা রয়েছে। সারাদিন মন ভালো থাকবে।
কন্যা: উত্থান-পতনের মিশ্র দিন। কখনও ভালো লাগবে, কখনও অস্বস্তি—সংযম জরুরি।
তুলা: সকালের দিকে রাজনৈতিক আলোচনায় সফলতা মিলবে। কর্মস্থলেও সঙ্গী হিসেবে থাকবেন।
বৃশ্চিক: মনে হতে পারে কিছু অভ্যন্তরীণ অস্বস্তি রয়েছে। সম্পর্কেও সামান্য টানাপোড়েন থাকতে পারে।
ধনু: দারুণ সময়। সৌভাগ্য আপনার পাশে থাকবে এবং কাজের সাফল্যও মিলবে।
মকর: পরিশ্রমে সাফল্য নিশ্চিত। বছরের শেষে অর্থপ্রাপ্তির যোগ শক্তিশালী।
কুম্ভ: চাপের পরীক্ষা হতে পারে, কিন্তু নতুন কাজ শুরুর ভালো সুযোগও উপস্থিত।
মীন: অভ্যন্তরীণ টানাপোড়েন অনুভূত হতে পারে। সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি এড়ান।
*ডিসক্লেমার* : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
দেখুন আরও খবর:







